Dhaka রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বীরের বাবা-মা দুটোই আমি : বুবলী

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অভিমানের কালো মেঘ ছেয়ে আছে বুবলীর মনের আকাশে। তাই তো তিনি বলেই ফেললেন, তার একমাত্র সন্তান শেহজাদ খান বীরের বাবা-মা তিনি একাই।

বিষয়টি খোলাসা করে বলা যাক। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলীকে প্রশ্ন করা হয়, আসন্ন কোরবানির ঈদে বীরকে নিয়ে তার বাবা শাকিব খানের কাছে যাবেন কি না!

এবার হয়তো এসব ঝামেলা মাড়াতে চাননি বুবলী। তাই তো এবারের কোরবানির ঈদে সন্তান বীরকে নিয়ে বাবা শাকিব খানের বাসায় যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নায়িকা। স্পষ্ট জানিয়ে দেন, বীরের বাবা তিনি, মাও তিনি।

দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী বলেন, বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই। কাজের বাইরে আমার পুরোটা সময় শেহজাদের জন্যই থাকে। এবারের ঈদ শেহজাদকে নিয়েই কাটবে।

অভিনেত্রীর এ কথা থেকেই পরিষ্কার, শাকিবের বাসায় ছেলেকে নিয়ে এবার আর যাচ্ছেন না তিনি। এমনকী শাকিবের সঙ্গে এখন তার যোগাযোগ কেমন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কথা বলতে চাই না। একদমই চাই না।’

এবারের ঈদে জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে তার নায়ক মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচিালিত ‘ক্যাসিনো’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। দুটো ছবি নিয়েই আশাবাদী এ নায়িকা। পাশাপাশি শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটিও মুক্তি পাবে। এবারই প্রথম শকিব ছাড়া বুবলীর ঈদের সিনেমা মুক্তি পাচ্ছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সেনাবাহিনীর সমর্থন না থাকলে এই সরকার টিকবে না : ফরহাদ মজহার

বীরের বাবা-মা দুটোই আমি : বুবলী

প্রকাশের সময় : ০৫:১৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩

বিনোদন ডেস্ক : 

অভিমানের কালো মেঘ ছেয়ে আছে বুবলীর মনের আকাশে। তাই তো তিনি বলেই ফেললেন, তার একমাত্র সন্তান শেহজাদ খান বীরের বাবা-মা তিনি একাই।

বিষয়টি খোলাসা করে বলা যাক। দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলীকে প্রশ্ন করা হয়, আসন্ন কোরবানির ঈদে বীরকে নিয়ে তার বাবা শাকিব খানের কাছে যাবেন কি না!

এবার হয়তো এসব ঝামেলা মাড়াতে চাননি বুবলী। তাই তো এবারের কোরবানির ঈদে সন্তান বীরকে নিয়ে বাবা শাকিব খানের বাসায় যাবেন কি না? এমন প্রশ্নের জবাবে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান নায়িকা। স্পষ্ট জানিয়ে দেন, বীরের বাবা তিনি, মাও তিনি।

দেশের একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী বলেন, বীরের বাবা আমি, মাও আমি। সবখানে আমাকেই বীরের বাবা ও মায়ের ভূমিকা পালন করতে হচ্ছে। বীর তো এখন বাবা-মায়ের সঙ্গেই আছে। ঈদেও থাকবে। এর বাইরে তেমন কিছু আর বলার নেই। কাজের বাইরে আমার পুরোটা সময় শেহজাদের জন্যই থাকে। এবারের ঈদ শেহজাদকে নিয়েই কাটবে।

অভিনেত্রীর এ কথা থেকেই পরিষ্কার, শাকিবের বাসায় ছেলেকে নিয়ে এবার আর যাচ্ছেন না তিনি। এমনকী শাকিবের সঙ্গে এখন তার যোগাযোগ কেমন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কথা বলতে চাই না। একদমই চাই না।’

এবারের ঈদে জোড়া সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন বুবলী। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’ ছবিতে তার নায়ক মাহফুজ আহমেদ। সৈকত নাসির পরিচিালিত ‘ক্যাসিনো’ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব। দুটো ছবি নিয়েই আশাবাদী এ নায়িকা। পাশাপাশি শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমাটিও মুক্তি পাবে। এবারই প্রথম শকিব ছাড়া বুবলীর ঈদের সিনেমা মুক্তি পাচ্ছে।