আন্তর্জাতিক ডেস্ক :
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় দেশটির সামরিক ব্লগার ভ্লাদলেন তাতারস্কি নিহত হয়েছেন। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে বিস্ফোরণের পর রাস্তায় আহতদের পড়ে থাকতে দেখা যাযয়। বিস্ফোরণের জন্য কারা দায়ী তা স্পষ্ট নয়।
ভ্লাদলেন তাতারস্কির আসল নাম ম্যাক্সিম ফোমিন। তিনি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের অন্যতম সমর্থক ছিলেন। বিস্ফোরণের সময় তিনি ওই ক্যাফেতে আয়োজিত একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্ততা দিচ্ছিলেন।
বিবিসি রাশিয়া বিশ্লেষক ওলগা রবিনসনের রিপোর্ট অনুযায়ী, ইউক্রেনে অবস্থিত অন্যান্য রাশিয়ান সামরিক ব্লগার এবং রাষ্ট্রীয় গণমাধ্যমের সাংবাদিকদের থেকে তাতারস্কি ছিলেন ভিন্ন, যিনি যুদ্ধে অস্ত্র হাতে নিয়েছিলেন।
বিস্ফোরণ নিয়ে রুশ গণমাধ্যমে পরস্পর বিরোধী প্রতিবেদন রয়েছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তাতারস্কিকে একটি ভাস্কর্য উপহার বক্সে দেওয়া হয়। সেটার ভেতরে গোপানে বোমা ছিল।
বিস্ফোরণের পরে টেলিগ্রামে প্রচারিত ভিডিওতে তাকে একটি ভাস্কর্য হস্তান্তরের দৃশ্য দেখা যায়। তিনি এটি নিয়ে রসিকতা করছিলেন। তবে এর ভেতরে বিস্ফোরক ছিল কিনা তা যাচাই করতে পারেনি বিবিসি।
ভ্লাদলেন তাতারস্কি গত বছর ক্রেমলিনের ভেতরে ধারন করা একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি বলেছিলেন, আমরা সবাইকে পরাজিত করব, আমরা সবাইকে হত্যা করব, আমরা প্রয়োজন অনুযায়ী প্রত্যেককে লুট করব। ঠিক যেমন আমরা পছন্দ করি।
মরুশ বার্তাসংস্থা তাস একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, বোমাটি ক্যাফেতে একটি মূর্তির মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
সেন্ট পিটার্সবার্গের তদন্ত কমিটি এক বিবৃতিতে জানায়, আজ সেন্ট পিটার্সবার্গে একটি ক্যাফেতে অজ্ঞাত এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরিত হয়েছে। ভ্লাদলেন তাতারস্কি নামে পরিচিত সামরিক ব্লগার এতে নিহত হয়েছেন এবং ২৫ জন আহত হয়েছেন।
এটি হত্যাকাণ্ড হতে পারে উল্লেখ করে বিবৃতিতে আরও বলা হয়, তদন্তকারীরা এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে গেছেন। সংঘটিত অপরাধের ঘটনা ও বিবরণ তৈরি করা হচ্ছে।
সেন্ট পিটার্সবার্গের সংবাদ মাধ্যম ফন্টাঙ্কা জানিয়েছে, যে ক্যাফেটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল সেটির আগের মালিক ছিলেন রাশিয়ার ভাড়াটে সংগঠন ওয়াগানার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। সেন্ট পিটার্সবার্গ হলো প্রেসিডেন্ট পুতিনের নিজের শহর এবং সেখানেই তিনি প্রথম খ্যাতি অর্জন করেছিলেন। টেলিগ্রামে তাতারস্কির পাঁচ লাখেরও বেশি ফলোয়ার আছে। সূত্র: বিবিসি।