Dhaka বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী তরুণী নার্স!

  • যোগাযোগ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০
  • ২০০ জন দেখেছেন

সংগৃহীত ছবি

নাম তার নিং চেন। বয়স ২৫ বছর। পেশায় নার্স। চাকরি করেন এক ডেন্টাল ক্লিনিকে। নিং যে ক্লিনিকে চাকরি করেন সেখানে রোগীদের ভিড় লেগেই থাকে। শুধু চিকিৎসা নিতে নয়, নিং কে দেখতেও নাকি ভিড় করে শত শত মানুষ। কারণ নিং নাকি বিশ্বেরসবচেয়ে আবেদনময়ী নার্স।

পরনে গোলাপি ইউনিফর্ম পরা তার কিছু ছবি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। তিনি যে ডেন্টাল ক্লিনিকে কাজ করেন, সেখানেও লম্বা লাইন রোগীদের।

নিংয়ের হাতের ছোঁয়া পেতে কেউ কেউ আবার বিনা অসুখেও চলে যাচ্ছেন ওই ক্লিনিকে। কারণ, তিনি নাকি বিশ্বের সব চেয়ে আবেদনময়ী নার্স।

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী তরুণী নার্স!

অদ্ভুত তকমা পেয়ে হেসে ফেলছেন নিং। তার প্রেমিকও রয়েছে। নিং বলেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি বিশ্বের সবচেয়ে সুন্দর আর আবেদনময়ী নার্স! তবে আমি মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত।

তিনি আরো বলেন, মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে, তাতে আমি অভিভূত। এ বিষয়টি বেশ উপভোগ করছেন তিনি। তবে কাজই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : বয়সে শিশু অথচ কোটি কোটি টাকার মালিক তারা

জানা গেছে, তাইওয়ানের বাসিন্দা নিং চেন সে দেশের দন্তরোগ বিশেষজ্ঞ ড. মিন-এর অধীনে কাজ শুরু করেন চলতি বছরের শুরুতে। এরপর থেকেই তাকে দেখতে লোকজনের হুড়োহুড়ি পড়ে যাচ্ছে ক্লিনিকে।

অনেকেই অসুখের অজুহাত দিয়ে উপস্থিত হচ্ছেন সেখানে। এর আগে মারিজা জেলকিক নামে এক মডেল-চিকিৎসককে দেখাতেও অসুখের মিথ্যা অজুহাত নিয়ে হাজির হতেন রোগীরা।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর

জনপ্রিয় খবর

আবহাওয়া

সাবেক মন্ত্রী দস্তগীরের ৪০০ কোটি টাকার সম্পত্তি জব্দ

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী তরুণী নার্স!

প্রকাশের সময় : ০৫:৫৩:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২০

নাম তার নিং চেন। বয়স ২৫ বছর। পেশায় নার্স। চাকরি করেন এক ডেন্টাল ক্লিনিকে। নিং যে ক্লিনিকে চাকরি করেন সেখানে রোগীদের ভিড় লেগেই থাকে। শুধু চিকিৎসা নিতে নয়, নিং কে দেখতেও নাকি ভিড় করে শত শত মানুষ। কারণ নিং নাকি বিশ্বেরসবচেয়ে আবেদনময়ী নার্স।

পরনে গোলাপি ইউনিফর্ম পরা তার কিছু ছবি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল। তিনি যে ডেন্টাল ক্লিনিকে কাজ করেন, সেখানেও লম্বা লাইন রোগীদের।

নিংয়ের হাতের ছোঁয়া পেতে কেউ কেউ আবার বিনা অসুখেও চলে যাচ্ছেন ওই ক্লিনিকে। কারণ, তিনি নাকি বিশ্বের সব চেয়ে আবেদনময়ী নার্স।

বিশ্বের সবচেয়ে আবেদনময়ী তরুণী নার্স!

অদ্ভুত তকমা পেয়ে হেসে ফেলছেন নিং। তার প্রেমিকও রয়েছে। নিং বলেন, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি বিশ্বের সবচেয়ে সুন্দর আর আবেদনময়ী নার্স! তবে আমি মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত।

তিনি আরো বলেন, মানুষ যেভাবে আমাকে গ্রহণ করেছে, তাতে আমি অভিভূত। এ বিষয়টি বেশ উপভোগ করছেন তিনি। তবে কাজই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন : বয়সে শিশু অথচ কোটি কোটি টাকার মালিক তারা

জানা গেছে, তাইওয়ানের বাসিন্দা নিং চেন সে দেশের দন্তরোগ বিশেষজ্ঞ ড. মিন-এর অধীনে কাজ শুরু করেন চলতি বছরের শুরুতে। এরপর থেকেই তাকে দেখতে লোকজনের হুড়োহুড়ি পড়ে যাচ্ছে ক্লিনিকে।

অনেকেই অসুখের অজুহাত দিয়ে উপস্থিত হচ্ছেন সেখানে। এর আগে মারিজা জেলকিক নামে এক মডেল-চিকিৎসককে দেখাতেও অসুখের মিথ্যা অজুহাত নিয়ে হাজির হতেন রোগীরা।

সূত্র : কলকাতা টোয়েন্টিফোর