Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপে শেষে দেশে ফিরল টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩
  • ২০৬ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে প্রায় দেড় মাসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার (১২ নভেম্বর) সকাল দশটায় ভারত থেকে ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দেশে ফেরার সময় ফ্লাইট বিড়ম্বনায় পড়েছিল দল। ফ্লাইট বিলম্বের কারণে ১ ঘণ্টা পর ঢাকায় এসেছেন টাইগাররা।

শনিবার (১১ নভেম্বর) বিশ্বমঞ্চে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় লাল-সবুজেরা। ইনজুরির কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান অনুপস্থিত ছিলেন। যে কারণে আগেই দেশে ফেরেন তিনি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও কোচিং স্টাফরা ক্রিকেটাদের সঙ্গে ছিলেন। তবে বিদেশি কোচিং স্টাফরা ঢাকায় ফেরেননি। নিজ নিজ দেশে ফিরেছেন তারা। দলের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এক বুক আশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিল সাকিব বাহিনী। এবারের আসরে ৯টি ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে বাংলাদেশ। যদিও আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল সাকিব আল হাসানের দল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ছিটকে পড়েছে তারা। শেষ পর্যন্ত শীর্ষ চারে নয়, কোনোমতে অষ্টম হওয়ার সম্ভাবনা নিয়ে দেশে ফিরেছে শান্ত-লিটনরা।

এবারের আসরের মধ্যে দিয়ে একুশ শতাব্দীতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে বাজে পারফরম্যান্সের নজির তৈরি করেছে বাংলাদেশ। ২০০০ সালের পর ওয়ানডে বিশ্বকাপে এবারই সবচেয়ে কম ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ সালের আসর বাদে বাংলাদেশ প্রত্যেক টুর্নামেন্টেই ৩টি করে ম্যাচে জিতেছিল।

দেশে ফিরে এখন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। তবে খুব দ্রুতই শুরু হবে তাদের ব্যস্ততা। ২৭ নভেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশ্বকাপে শেষে দেশে ফিরল টাইগাররা

প্রকাশের সময় : ১২:০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে প্রায় দেড় মাসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

রোববার (১২ নভেম্বর) সকাল দশটায় ভারত থেকে ঢাকায় পা রেখেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে দেশে ফেরার সময় ফ্লাইট বিড়ম্বনায় পড়েছিল দল। ফ্লাইট বিলম্বের কারণে ১ ঘণ্টা পর ঢাকায় এসেছেন টাইগাররা।

শনিবার (১১ নভেম্বর) বিশ্বমঞ্চে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় লাল-সবুজেরা। ইনজুরির কারণে এই ম্যাচে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান অনুপস্থিত ছিলেন। যে কারণে আগেই দেশে ফেরেন তিনি। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন ও কোচিং স্টাফরা ক্রিকেটাদের সঙ্গে ছিলেন। তবে বিদেশি কোচিং স্টাফরা ঢাকায় ফেরেননি। নিজ নিজ দেশে ফিরেছেন তারা। দলের সঙ্গে ঢাকা ফিরেছেন শুধু হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

এক বুক আশা নিয়ে বিশ্বকাপে গিয়েছিল সাকিব বাহিনী। এবারের আসরে ৯টি ম্যাচের মধ্যে ৭টিতেই হেরেছে বাংলাদেশ। যদিও আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছিল সাকিব আল হাসানের দল। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই ছিটকে পড়েছে তারা। শেষ পর্যন্ত শীর্ষ চারে নয়, কোনোমতে অষ্টম হওয়ার সম্ভাবনা নিয়ে দেশে ফিরেছে শান্ত-লিটনরা।

এবারের আসরের মধ্যে দিয়ে একুশ শতাব্দীতে নিজেদের বিশ্বকাপ ইতিহাসে বাজে পারফরম্যান্সের নজির তৈরি করেছে বাংলাদেশ। ২০০০ সালের পর ওয়ানডে বিশ্বকাপে এবারই সবচেয়ে কম ম্যাচে জয় পেয়েছে তারা। ১৯৯৯ সালের আসর বাদে বাংলাদেশ প্রত্যেক টুর্নামেন্টেই ৩টি করে ম্যাচে জিতেছিল।

দেশে ফিরে এখন বিশ্রামে থাকবেন ক্রিকেটাররা। তবে খুব দ্রুতই শুরু হবে তাদের ব্যস্ততা। ২৭ নভেম্বর থেকে মাঠে গড়াবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

তার তিন দিন আগে থেকে অবশ্য শুরু হবে ক্যাস্প। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউইরা।