Dhaka বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ দলে ডাক পেয়ে যা বললেন বিজয়

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে আগেই। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার ছিটকে যাওয়াই বিশ্বকাপের শেষ ম্যাচের জন্য ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। দলে ডাক পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) ফেসবুকে অফিসিয়াল অ্যাকাউন্টে বিজয় লেখেন, ‘বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্ন পূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন।’

এর আগে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বিজয় গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে; দলকে জেতাতে চাই।’

তিনি আরও বলেন, আসলে উপরওয়ালার ইচ্ছে ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।

এর আগে ২০১৫ বিশ্বকাপে চোট নিয়ে ফিরতে হয়েছিল বিজয়কে। এবার তিনি যাচ্ছেন আরেকজনের চোটে। বিজয় বলেন, এটা আসলে আমিও কালকে চিন্তা করছিলাম ব্যাপারটা এরকমই। দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি।

সমর্থকদের দোয়া চেয়ে বিজয় বলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করবো এপ্লাই করতে।

বাংলাদেশের হয়ে সর্বশেষ গত সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন বিজয়। এশিয়া কাপের সেই ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেছিলেন এই টপ-অর্ডার ব্যাটার। এরপর বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেললেও দলের জায়গা হয়নি তার।

চলমান জাতীয় ক্রিকেট লিগে খেলছেন তিনি। খুলনা বিভাগের হয়ে ৭ ইনিংসে ৪৪-এর ওপর গড়ে করেছেন ৩১২ রান। যেখানে একটি শতক ও দুটি ফিফটি করেছেন এনামুল।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশ্বকাপ দলে ডাক পেয়ে যা বললেন বিজয়

প্রকাশের সময় : ০১:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিশ্বকাপ শেষ হয়েছে আগেই। এখন বাকি শুধু আনুষ্ঠানিকতা। ১১ নভেম্বর পুনেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। আঙুলের চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার ছিটকে যাওয়াই বিশ্বকাপের শেষ ম্যাচের জন্য ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়। দলে ডাক পেয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) ফেসবুকে অফিসিয়াল অ্যাকাউন্টে বিজয় লেখেন, ‘বিশ্বকাপে একটি ম্যাচ দেখাও আমার জন্য স্বপ্ন পূরণের। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার জন্য দোয়া করবেন।’

এর আগে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে বিমানবন্দরে বিজয় গণমাধ্যমকে বলেন, ‘বিশ্বকাপের মতো আসরে যাওয়া ভাগ্যের বিষয়। শেষ ম্যাচে হলেও বিশ্বকাপে যাচ্ছি এটাই বড় আমার জন্য। আমি চাই যতটুকুই হোক দলে অবদান রাখতে। একটা ক্যাচ ধরে হোক বা ব্যাটিংয়ে সুযোগ পেলে; দলকে জেতাতে চাই।’

তিনি আরও বলেন, আসলে উপরওয়ালার ইচ্ছে ছিল। এজন্য হয়তো যেতে পারছি। এসব তো ক্রিকেটারদের সঙ্গে হতেই থাকে।

এর আগে ২০১৫ বিশ্বকাপে চোট নিয়ে ফিরতে হয়েছিল বিজয়কে। এবার তিনি যাচ্ছেন আরেকজনের চোটে। বিজয় বলেন, এটা আসলে আমিও কালকে চিন্তা করছিলাম ব্যাপারটা এরকমই। দোয়া করেন একটা ম্যাচই আছে। নিজেদের সেরাটা দিয়ে দলের জন্য যেন অবদান রাখতে পারি।

সমর্থকদের দোয়া চেয়ে বিজয় বলেন, তাদেরকে অনেক ধন্যবাদ। সবসময় সমর্থন দিচ্ছে। তাদের এই দোয়া যেন কাজে রূপান্তর করতে পারি। ভালো করতে পারি দলের জন্য। তারা এভাবেই দোয়া করতে থাকুক। নিজেকে যতটুকু প্রস্তুত করেছি, চেষ্টা করবো এপ্লাই করতে।

বাংলাদেশের হয়ে সর্বশেষ গত সেপ্টেম্বরে মাঠে নেমেছিলেন বিজয়। এশিয়া কাপের সেই ম্যাচে ভারতের বিপক্ষে ১১ বলে ৪ রান করেছিলেন এই টপ-অর্ডার ব্যাটার। এরপর বাংলাদেশ ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেললেও দলের জায়গা হয়নি তার।

চলমান জাতীয় ক্রিকেট লিগে খেলছেন তিনি। খুলনা বিভাগের হয়ে ৭ ইনিংসে ৪৪-এর ওপর গড়ে করেছেন ৩১২ রান। যেখানে একটি শতক ও দুটি ফিফটি করেছেন এনামুল।