Dhaka শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ দল নিয়ে ‘তাড়াহুড়ো’ করতে চান না নান্নু

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • ২০৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের এখনও মাস-পাঁচেক বাকি থাকলেও টাইগারদের বিশ্বকাপ দলে কে থাকবেন, কার জায়গা হবে এ নিয়ে আলোচনার যেন শেষ নেই। হাতে যথেষ্ট সময় থাকায় বিশ্বকাপের জন্য সেরা দল তৈরি করতে তাড়াহুড়ো করতে চান না বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আগামী মাসেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। এরপর রয়েছে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট এর জন্য ঘোষিত দলই বিশ্বকাপের দল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচকরা। বিসিবির প্রধান নির্বাচক জানান, বিশ্বকাপের জন্য সেরা একটি দল তৈরি করাই মূল লক্ষ্য তাদের।

শুক্রবার(১৯ মে) নিজের বাসায় সাংবাদিকদেও বলেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য।

পুলে থাকা ২৪ ক্রিকেটারের কাউকেই চোখের আড়াল করা হয়নি বলেও মন্তব্য করে নান্নু বলেন, আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তার কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি।

দ্বিতীয় মেয়াদে টাইগার কোচ হাথুরুসিংহে বাংলাদেশে আসার আগে ক্রিকেটারদের খোঁজ নিয়েছে বলে জানান নান্নু। তিনি বলেন, হাথুরুসিংহে যখন আবার কোচ হয়ে আসে এখানে আগে যে খেলোয়াড় ছিল সবার খোঁজখবর নিয়েছে, কে কেমন করছে। আমাদেরও একটা দায়িত্ব আছে কে কিভাবে খেলছে। গত তিন বছরে কেমন পারফরম্যান্স করেছে। দেশে এবং দেশের বাইরে কী করেছে। এগুলোই সে জানতে চেয়েছিল।

সাদা পোশাকে আফগানিস্তানের বিপক্ষে কোনো সুখস্মৃতি নেই। একমাত্র দেখায় ঘরের মাঠে নাস্তানাবুদ হয়েছে সাকিব আল হাসানের দল। সেই হারের চার বছর পর আবার ক্রিকেটের অভিজাত সংস্করণে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারও ঘরের মাঠে।

সাগরিকার পাড়ে সেই হারের ক্ষত এখনো মোছেনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় তা স্পষ্ট। তাইতো আসছে জুনে একমাত্র টেস্টে বাংলাদেশ নামতে চায় সেরা দল নিয়ে, পরীক্ষা-নিরীক্ষা ভাবনাতেই নেই। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, এখানে কোনো পরীক্ষা (এক্সপেরিমেন্ট) হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে গত টেস্ট ম্যাচটা হেরেছি। কোনো হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে দেওয়া হবে।

সেরা দল নামাতে চাইলেও অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়ার সম্ভাবনা কম। তর্জনীর চোটে তিনি ছিটকে যান ৬ সপ্তাহের জন্য। টেস্টে না থাকলেও সাকিবকে অন্য দুই সংস্করণে পাওয়া যাবে বলে মনে করেন প্রধান নির্বাচক। তবে তার প্রত্যাশা ঘরের মাঠে টেস্টে বাংলাদেশ ভালো খেলবে।

প্রধান নির্বাচক বলেন, বিগত টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে (মিরপুরে) ভালো খেলেছি। ভারতের সাথেও আমরা ভালো খেলেছি। খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ দিতে পারব। দেশের মাটিতে খেলা আশা করি ভালো খেলব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজকে অদপস্ত ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে : নাহিদ ইসলাম

বিশ্বকাপ দল নিয়ে ‘তাড়াহুড়ো’ করতে চান না নান্নু

প্রকাশের সময় : ০৭:০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

চলতি বছরের শেষদিকে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপের আসর। বিশ্বকাপের এখনও মাস-পাঁচেক বাকি থাকলেও টাইগারদের বিশ্বকাপ দলে কে থাকবেন, কার জায়গা হবে এ নিয়ে আলোচনার যেন শেষ নেই। হাতে যথেষ্ট সময় থাকায় বিশ্বকাপের জন্য সেরা দল তৈরি করতে তাড়াহুড়ো করতে চান না বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আগামী মাসেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে লড়বে টাইগাররা। এরপর রয়েছে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট এর জন্য ঘোষিত দলই বিশ্বকাপের দল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বিসিবির নির্বাচকরা। বিসিবির প্রধান নির্বাচক জানান, বিশ্বকাপের জন্য সেরা একটি দল তৈরি করাই মূল লক্ষ্য তাদের।

শুক্রবার(১৯ মে) নিজের বাসায় সাংবাদিকদেও বলেন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের পরপর সিরিজ রয়েছে। আমরা এই সিরিজগুলো নিয়েই এগোচ্ছি। সেরা একটি দল তৈরির জন্য।

পুলে থাকা ২৪ ক্রিকেটারের কাউকেই চোখের আড়াল করা হয়নি বলেও মন্তব্য করে নান্নু বলেন, আমাদের কিন্তু ২৪ জনের একটা পুল আছে। যেখানে সোহানসহ আরও অনেক ক্রিকেটার আছে। যাকে যখন দরকার পড়ে তখন তাকে নেয়া হয়েছে। আমাদের পুলের ক্রিকেটারদের কাউকে কিন্তু চোখের আড়াল করা হয়নি। তাই চিন্তার কোনো কারণ নেই। এটা ন্যাশনাল পুল, পুলের মধ্যে আছে যখন চোখের আড়াল হয়নি।

দ্বিতীয় মেয়াদে টাইগার কোচ হাথুরুসিংহে বাংলাদেশে আসার আগে ক্রিকেটারদের খোঁজ নিয়েছে বলে জানান নান্নু। তিনি বলেন, হাথুরুসিংহে যখন আবার কোচ হয়ে আসে এখানে আগে যে খেলোয়াড় ছিল সবার খোঁজখবর নিয়েছে, কে কেমন করছে। আমাদেরও একটা দায়িত্ব আছে কে কিভাবে খেলছে। গত তিন বছরে কেমন পারফরম্যান্স করেছে। দেশে এবং দেশের বাইরে কী করেছে। এগুলোই সে জানতে চেয়েছিল।

সাদা পোশাকে আফগানিস্তানের বিপক্ষে কোনো সুখস্মৃতি নেই। একমাত্র দেখায় ঘরের মাঠে নাস্তানাবুদ হয়েছে সাকিব আল হাসানের দল। সেই হারের চার বছর পর আবার ক্রিকেটের অভিজাত সংস্করণে আফগানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এবারও ঘরের মাঠে।

সাগরিকার পাড়ে সেই হারের ক্ষত এখনো মোছেনি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কথায় তা স্পষ্ট। তাইতো আসছে জুনে একমাত্র টেস্টে বাংলাদেশ নামতে চায় সেরা দল নিয়ে, পরীক্ষা-নিরীক্ষা ভাবনাতেই নেই। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক।

তিনি বলেন, এখানে কোনো পরীক্ষা (এক্সপেরিমেন্ট) হবে না। আফগানিস্তান খুব ভালো দল। যেহেতু আমাদের একটা খারাপ অভিজ্ঞতা আছে গত টেস্ট ম্যাচটা হেরেছি। কোনো হালকাভাবে নেওয়া হবে না। সম্ভাব্য সেরা দলই আফগানিস্তানের বিপক্ষে দেওয়া হবে।

সেরা দল নামাতে চাইলেও অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়ার সম্ভাবনা কম। তর্জনীর চোটে তিনি ছিটকে যান ৬ সপ্তাহের জন্য। টেস্টে না থাকলেও সাকিবকে অন্য দুই সংস্করণে পাওয়া যাবে বলে মনে করেন প্রধান নির্বাচক। তবে তার প্রত্যাশা ঘরের মাঠে টেস্টে বাংলাদেশ ভালো খেলবে।

প্রধান নির্বাচক বলেন, বিগত টেস্ট ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে এখানে (মিরপুরে) ভালো খেলেছি। ভারতের সাথেও আমরা ভালো খেলেছি। খুব কাছে গিয়ে হেরে গিয়েছিলাম। আমার মনে হয়, মিরপুরে আমরা ভালো চ্যালেঞ্জ দিতে পারব। দেশের মাটিতে খেলা আশা করি ভালো খেলব।