Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ ট্রফি নিয়ে মেসিকে ‘অনুকরণ’ স্প্যানিশ তারকার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৫:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ২১৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, বিশ্বকাপ ট্রফি যে শিয়রে রেখে ঘুমাতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। এই ছবিটি বেশ আলোচনার জন্মও দেয়। এবার মেসির দেখানো পথ বেছে নিলেন হেনি হেরমোসো। নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ এই স্ট্রাইকার ট্রফি শিয়রে রেখে ঘুমিয়েছেন। এই ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

হেরমোসো বিশ্বকাপ ট্রফি শিয়রে রেখে ঘুমানোর ছবি নিজেই টুইট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সেরা স্বপ্নটাই…সত্যি হলো।

স্পেন ও বার্সেলোনা নারী দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হেরমোসার এ পোস্টে ‘ভিউ’ ২৩ লাখ ও লাইকসংখ্যা ৬৩ হাজার। মেসি তার সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করার পর তাতে লাইকসংখ্যা ৫ কোটি ৪৪ হাজার। ইনস্টাগ্রামে এটি তৃতীয় সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট।

মেসি যে এরমোসোর আইডল সেটা বলার অপেক্ষা রাখে না। কেননা, মেসির সাবেক ক্লাব বার্সেলোনাতেই খেলেন এই তারকা ফুটবলার। এমনকি মেসির মত তিনিও তার নিজ দেশ এবং বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা।

এর আগে বিশ্বকাপ জিতে দেশে ফিরে একটি হোটেলে ঘুমাতে গিয়েছিল আর্জেন্টিনা দল। মেসি ঘুমাতে গিয়েছিলেন বিশ্বকাপ ট্রফি সঙ্গে নিয়ে। বিছানায় মাথার পাশে থাকা আরেকটি বালিশে ‘শুইয়ে’ রেখেছিলেন বিশ্বকাপ ট্রফিটি। সেই ছবি মেসিই পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। হেরমোসো মেসিকে অনুকরণ করেই এমন ছবি প্রকাশ করেছেন।

বিশ্বকাপের ফাইনালের পর থেকেই আলোচনায় আছেন হারমোসো। ফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করেছেন। পুরস্কার বিতরণের মঞ্চে তাকে চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। আবার পরে মেসির আদলে ছবি।

বিশ্বচ্যাম্পিয়ন হবার পর একটু বেশিই আলো কেড়ে নিয়েছেন হেনিফার হেরমোসো। তবে এতসবের বাইরে সবচেয়ে বড় আলোচনা, মেসির মত তিনিও এখন একজন বিশ্বকাপজয়ী ফুটবলার।

উল্লেখ্য, বিশ্বকাপের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এরমোসো। পুরষ্কার বিতরণী মঞ্চে তার ঠোঁটে চুম্বন করে আলোচনার খোরাক যোগান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। আর এবার নিজেই আলোচনায় এলেন বার্সেলোনা তারকা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিশ্বকাপ ট্রফি নিয়ে মেসিকে ‘অনুকরণ’ স্প্যানিশ তারকার

প্রকাশের সময় : ০৫:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির একটি ছবি ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল, বিশ্বকাপ ট্রফি যে শিয়রে রেখে ঘুমাতে দেখা যায় আর্জেন্টাইন অধিনায়ককে। এই ছবিটি বেশ আলোচনার জন্মও দেয়। এবার মেসির দেখানো পথ বেছে নিলেন হেনি হেরমোসো। নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর স্প্যানিশ এই স্ট্রাইকার ট্রফি শিয়রে রেখে ঘুমিয়েছেন। এই ছবিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।

হেরমোসো বিশ্বকাপ ট্রফি শিয়রে রেখে ঘুমানোর ছবি নিজেই টুইট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘সেরা স্বপ্নটাই…সত্যি হলো।

স্পেন ও বার্সেলোনা নারী দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা হেরমোসার এ পোস্টে ‘ভিউ’ ২৩ লাখ ও লাইকসংখ্যা ৬৩ হাজার। মেসি তার সেই ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করার পর তাতে লাইকসংখ্যা ৫ কোটি ৪৪ হাজার। ইনস্টাগ্রামে এটি তৃতীয় সর্বোচ্চ লাইক পাওয়া পোস্ট।

মেসি যে এরমোসোর আইডল সেটা বলার অপেক্ষা রাখে না। কেননা, মেসির সাবেক ক্লাব বার্সেলোনাতেই খেলেন এই তারকা ফুটবলার। এমনকি মেসির মত তিনিও তার নিজ দেশ এবং বার্সেলোনার জার্সিতে সর্বোচ্চ গোলদাতা।

এর আগে বিশ্বকাপ জিতে দেশে ফিরে একটি হোটেলে ঘুমাতে গিয়েছিল আর্জেন্টিনা দল। মেসি ঘুমাতে গিয়েছিলেন বিশ্বকাপ ট্রফি সঙ্গে নিয়ে। বিছানায় মাথার পাশে থাকা আরেকটি বালিশে ‘শুইয়ে’ রেখেছিলেন বিশ্বকাপ ট্রফিটি। সেই ছবি মেসিই পোস্ট করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। হেরমোসো মেসিকে অনুকরণ করেই এমন ছবি প্রকাশ করেছেন।

বিশ্বকাপের ফাইনালের পর থেকেই আলোচনায় আছেন হারমোসো। ফাইনালের গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করেছেন। পুরস্কার বিতরণের মঞ্চে তাকে চুমু দিয়ে বিতর্কে জড়িয়েছেন স্পেন ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। আবার পরে মেসির আদলে ছবি।

বিশ্বচ্যাম্পিয়ন হবার পর একটু বেশিই আলো কেড়ে নিয়েছেন হেনিফার হেরমোসো। তবে এতসবের বাইরে সবচেয়ে বড় আলোচনা, মেসির মত তিনিও এখন একজন বিশ্বকাপজয়ী ফুটবলার।

উল্লেখ্য, বিশ্বকাপের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন এরমোসো। পুরষ্কার বিতরণী মঞ্চে তার ঠোঁটে চুম্বন করে আলোচনার খোরাক যোগান স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালেস। আর এবার নিজেই আলোচনায় এলেন বার্সেলোনা তারকা।