Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের শাড়ি পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আলিয়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • ১৯২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, এখবর সবারই জানা। গত আগস্টেই ঘোষণা হয়েছিল সেরা অভিনেত্রী হিসাবে আলিয়ার নাম। তবে নতুন খবর হচ্ছে মঙ্গলবার (১৭ অক্টোবর) রণবীরের হাত ধরে জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরেই দিল্লি পৌঁছেছেন আলিয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরে দিল্লি পৌঁছেছেন আলিয়া যারা রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখেছেন, তারা দিব্বি বুঝে যাবেন। সেই একই শাড়ি, একই ব্লাউজ। মাথায় ওড়না আর ভারী গয়না শুধু নেই। বিয়ের দিন আলিয়া চুল খোলা রেখেছিলেন। আর এদিন আলিয়া খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে পরেছেন কানপাশা।

এদিকে জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘এইজন্যই আলিয়াকে এত্ত ভালোলাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দু’বার পরতেও দ্বিধা করেন না।’ কেউ আবার এখানে রণবীর-আলিয়া জুটিকে মাধুরী-সঞ্জয় দত্ত জুটির সঙ্গে তুলনা টেনেছেন।

জীবনের এমন একটা দিনে রণবীর কাপুরকে সবসময় স্ত্রীর পাশে ছায়াসঙ্গী হয়ে ঘুরতে দেখা যায়। এদিন রণবীর পরেছিলেন কালো শ্যুট। এদিকে তাকে সবসময় স্ত্রী ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা যায়।

সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন আলিয়া।

এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০০ কোটি রুপির বেশি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আপস করলে খালেদা জিয়া অনেক আগেই ক্ষমতায় বসতে পারতেন : সেলিমা রহমান

বিয়ের শাড়ি পরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আলিয়া

প্রকাশের সময় : ০৮:২১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

সেরা অভিনেত্রী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট, এখবর সবারই জানা। গত আগস্টেই ঘোষণা হয়েছিল সেরা অভিনেত্রী হিসাবে আলিয়ার নাম। তবে নতুন খবর হচ্ছে মঙ্গলবার (১৭ অক্টোবর) রণবীরের হাত ধরে জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরেই দিল্লি পৌঁছেছেন আলিয়া।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় পুরস্কার নিতে বিয়ের শাড়ি পরে দিল্লি পৌঁছেছেন আলিয়া যারা রণবীর-আলিয়ার বিয়ের ছবি দেখেছেন, তারা দিব্বি বুঝে যাবেন। সেই একই শাড়ি, একই ব্লাউজ। মাথায় ওড়না আর ভারী গয়না শুধু নেই। বিয়ের দিন আলিয়া চুল খোলা রেখেছিলেন। আর এদিন আলিয়া খোঁপা করে মাথায় ফুল গুঁজেছেন। গয়না হিসাবে গলায় পরেছেন চিক আর কানে পরেছেন কানপাশা।

এদিকে জাতীয় পুরস্কারের জন্য আলাদা শাড়ি না কিনে বিয়ের শাড়িটিই পরার জন্য নেটপাড়ার অনেকেই আলিয়ার প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘এইজন্যই আলিয়াকে এত্ত ভালোলাগে। অন্য তারকাদের মতো উনি নন, একই শাড়ি, দু’বার পরতেও দ্বিধা করেন না।’ কেউ আবার এখানে রণবীর-আলিয়া জুটিকে মাধুরী-সঞ্জয় দত্ত জুটির সঙ্গে তুলনা টেনেছেন।

জীবনের এমন একটা দিনে রণবীর কাপুরকে সবসময় স্ত্রীর পাশে ছায়াসঙ্গী হয়ে ঘুরতে দেখা যায়। এদিন রণবীর পরেছিলেন কালো শ্যুট। এদিকে তাকে সবসময় স্ত্রী ছায়াসঙ্গী হয়ে থাকতে দেখা যায়।

সেরা অভিনেত্রী বিভাগে যৌথভাবে পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’ সিনেমার জন্য এ পুরস্কার পেয়েছেন আলিয়া।

এস হুসাইন জাইদির ‘মাফিয়া কুইন অব মুম্বাই’ অবলম্বনে নির্মিত হয়েছে ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়ারি’। এতে আলিয়াকে কামাথিপুরা পতিতালয়ের মালিক গাঙ্গুবাঈ চরিত্রে দেখা গেছে। অল্প বয়সী এক নারী কীভাবে সাহসিকতা দিয়ে কামাথিপুরায় নিজের রাজত্ব গড়ে তোলেন তা এই সিনেমার গল্পে তুলে ধরা হয়েছে।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি মুক্তি পায় সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি’। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে আয় করে ২০০ কোটি রুপির বেশি।