Dhaka মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ২০৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

এক সময় ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম-ভালোবাসা, বিরহ নিয়ে পর্দায় সরব থাকার পাশাপাশি বাস্তব জীবনেও একই কারণে বারবার শিরোনামে এসেছেন তারা। যা সিনেমার গল্পকেও হার মানায়। যদিও পরবর্তীতে দু’জনের পথই আলাদা হয়েছে। তবে সেই প্রেম ও বিরহের অধ্যায় এখনো সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি নায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে সেই পুরোনো কথায় ফিরলেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম পডকাস্ট শোয়ে হাজির হয়ে ব্যক্তিজীবনের প্রেম, বিয়ে ও জীবনের বিভিন্ন অনুচ্চারিত বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

এ নায়িকা শাকিব খানের সঙ্গে তাদের মধ্যকার বিয়ের কথা গোপন রাখার কারণ জানিয়েছেন। অপু বিশ্বাস বলেন, আমরা দু’জনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম। ওই সময়ের পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দু’জনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। এ কারণে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপাতত এটি নিজেদের মধ্যে রাখাই ভালো।

এর আগেও অবশ্য একাধিকবার এ অভিনেত্রী জানিয়েছেন যে, ঢালিউড সুপারস্টারের সঙ্গে বিয়ের বিষয়টি লুকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। তবে এবার প্রথমবারের মতো বললেন, এটি শুধু শাকিব খানের নয়, তাদের দু’জনেরই সিদ্ধান্ত ছিল।

এই তারকা জুটির বিয়ের পর সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। সন্তানের জন্ম, মাতৃত্বের সংগ্রামসহ সব বিষয়েই খোলামেলা কথা বলেছেন এ নায়িকা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সঙ্গে একমাত্র ছেলে আব্রাম খান জয়কেও নিয়ে আসেন তিনি। তখন তিনি জানান, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন এ নায়িকা।

এরপর শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হবে না : জামায়াত আমির

বিয়ের কথা গোপন রাখার কারণ জানালেন অপু

প্রকাশের সময় : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক : 

এক সময় ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস। প্রেম-ভালোবাসা, বিরহ নিয়ে পর্দায় সরব থাকার পাশাপাশি বাস্তব জীবনেও একই কারণে বারবার শিরোনামে এসেছেন তারা। যা সিনেমার গল্পকেও হার মানায়। যদিও পরবর্তীতে দু’জনের পথই আলাদা হয়েছে। তবে সেই প্রেম ও বিরহের অধ্যায় এখনো সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে।

সম্প্রতি নায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে সেই পুরোনো কথায় ফিরলেন ঢালিউড ক্যুইন অপু বিশ্বাস। একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রথম পডকাস্ট শোয়ে হাজির হয়ে ব্যক্তিজীবনের প্রেম, বিয়ে ও জীবনের বিভিন্ন অনুচ্চারিত বিষয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

এ নায়িকা শাকিব খানের সঙ্গে তাদের মধ্যকার বিয়ের কথা গোপন রাখার কারণ জানিয়েছেন। অপু বিশ্বাস বলেন, আমরা দু’জনই বিয়ের বিষয়টি গোপন রেখেছিলাম। ওই সময়ের পরিস্থিতি এমন ছিল যে, আমাদের দু’জনেরই ক্যারিয়ার নিয়ে অনেক ভাবনা ছিল। এ কারণে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছিলাম, আপাতত এটি নিজেদের মধ্যে রাখাই ভালো।

এর আগেও অবশ্য একাধিকবার এ অভিনেত্রী জানিয়েছেন যে, ঢালিউড সুপারস্টারের সঙ্গে বিয়ের বিষয়টি লুকিয়ে রাখতে চেয়েছিলেন তিনি। তবে এবার প্রথমবারের মতো বললেন, এটি শুধু শাকিব খানের নয়, তাদের দু’জনেরই সিদ্ধান্ত ছিল।

এই তারকা জুটির বিয়ের পর সবচেয়ে বড় আশীর্বাদ হিসেবে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। সন্তানের জন্ম, মাতৃত্বের সংগ্রামসহ সব বিষয়েই খোলামেলা কথা বলেছেন এ নায়িকা।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১০ এপ্রিল একটি বেসরকারি টেলিভিশনে লাইভে এসে শাকিব খানের সঙ্গে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। সঙ্গে একমাত্র ছেলে আব্রাম খান জয়কেও নিয়ে আসেন তিনি। তখন তিনি জানান, ২০০৮ সালে শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে তার। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় একমাত্র ছেলের জন্ম হয়। পরবর্তীতে বিয়ের খবর এভাবে প্রকাশ্যে আনায় বিপাকে পড়েন এ নায়িকা।

এরপর শাকিব খান ২০১৭ সালের ২২ নভেম্বর অপু বিশ্বাসকে তালাকের জন্য আবেদন করেন। পরে ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি তালাক হয় এই তারকা দম্পতির।