বিনোদন ডেস্ক :
দীর্ঘদিন চুপিসারে চুটিয়ে প্রেম করার পর অবশেষে বিয়ে করেছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনয়শিল্পী জামিল হোসেন ও মুনমুন আহমেদ মুন। রোববার (৬ এপ্রিল) রাতে দুই পরিবারের উপস্থিতি উত্তরায় তাদের বিয়ে হয়েছে। রোববার (৬ এপ্রিল) রাতেই সামাজিক মাধ্যমে স্ত্রী মুনের সঙ্গে ছবি প্রকাশ করে অভিনেতা লিখেছেন ‘আলহামদুলিল্লাহ’।
জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি লিখেছেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন।
ঈদের পর শোবিজ অঙ্গনে যেন বিয়ের ধুম লেগেছে।
গত শুক্রবার বিয়ে করেছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ শামীম হাসান সরকার। এরপরই খবর আসে বিয়ের পিঁড়িতে বসেছেন ক্রিয়েটর রাবা খান ও সংগীত পরিচালক সংগীতশিল্পী ও নির্মাতা আরাফাত মহসিন। তাদের বিয়ের রেশ না কাটতেই এবার বিয়ের পিঁড়িতে বসলেন জামিল হোসেন ও মুন।
এ জুটির বিয়ের খবর প্রকাশ হতেই জমে ওঠে সোশ্যাল মিডিয়া।
শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা জানাতে থাকেন শুভকামনা। অভিনেত্রী শাহনাজ খুশি ও জিনাত শানু স্বাগতাসহ বেশ কয়েকজন তারকা অভিনয় শিল্পী। অভিনেতার পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অভিনন্দন। ভালোবাসা ও দোয়া তোমাদের জন্য।
দেশের নাট্যাঙ্গনে জনপ্রিয় মুখ জামিল। ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’- এ অংশগ্রহণের মাধ্যমে পরিচিত পান তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরই মধ্যে অভিনয় করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে।
অন্যদিকে, মুন একজন ছোট পর্দার অভিনেত্রী। তারা একসঙ্গে জুটি বেঁধে বেশকিছু নাটকে কাজ করেছেন। আর সেখান থেকেই তাদের পরিচয়; তা অবশেষে ঘটল পরিণয়ে।
বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুন। এরপর নাম লেখান টিভি নাটকে। অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন তিনি। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি।