Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ে করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • ১৯৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

মাহবুবুর রহমান চাষী হলেও তিনি চাষী আলম নামে সুপরিচিত শোবিজ অঙ্গনে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্র দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার জানা গেলো নতুন খবর। পারিবারিক ভাবে বিয়ে করছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে করছেন চাষী আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।

শোবিজ অঙ্গন সূত্রে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।

পারিবারিকভাবে বিয়ে করছেন চাষী আলম। পাত্রী তুলতুল ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন।

নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেতা তার গায়ে হলুদের দিন বলেছিলেন, পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে।শুক্রবার (২৫ আগস্ট) গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।

এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না চাষি আলমের। তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে? জানতে চাইলে চাষি বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছুই বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই আনন্দ-ফুর্তি করছে, কিন্তু আমি আমার মতো আছি।’

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক : দুদক চেয়ারম্যান

বিয়ে করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর হাবু

প্রকাশের সময় : ১২:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩

বিনোদন ডেস্ক : 

মাহবুবুর রহমান চাষী হলেও তিনি চাষী আলম নামে সুপরিচিত শোবিজ অঙ্গনে। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে হাবু চরিত্র দিয়ে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছেন তিনি। এবার জানা গেলো নতুন খবর। পারিবারিক ভাবে বিয়ে করছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে করছেন চাষী আলম। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে রাজধানীর একটি রেস্টুরেন্ট আয়োজন করা হয়েছে গায়ে হলুদের।

শোবিজ অঙ্গন সূত্রে জানা গেছে, পরিবার ও শোবিজ অঙ্গনের অনেকে গায়ে হলুদের অনুষ্ঠানে অংশ নেবেন। কিন্তু বিষয়টি নিয়ে কেউ কথা বলতে চাননি।

পারিবারিকভাবে বিয়ে করছেন চাষী আলম। পাত্রী তুলতুল ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকে পড়ছেন।

নাম প্রকাশ না করার শর্তে চাষী আলমের এক আত্মীয় বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) বনানীর একটি রেস্টুরেন্টে গায়ে হলুদের অয়োজন করা হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিয়ে।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে অভিনেতা তার গায়ে হলুদের দিন বলেছিলেন, পারিবারিকভাবেই আমাদের বিয়ে হচ্ছে। এখন এই মুহূর্তে আমাদের বাড়িতে গায়েহলুদের অনুষ্ঠান হচ্ছে।শুক্রবার (২৫ আগস্ট) গুলশানের একটি রেস্তোরায় আমাদের বিয়ের অনুষ্ঠান হবে।

এখনই বিয়ের কোনো পরিকল্পনা ছিল না চাষি আলমের। তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে আমি মেয়ে দেখেছিলাম। আমার ও আমার পরিবারের সবার পছন্দ ছিল মেয়ে। একটু সময় হাতে নিয়ে করার কথা ছিল। আমি অফিসের কাজে কক্সবাজার ছিলাম। এর মধ্যে আমার চাচি, মা ও বড় বোন মিলে বিয়ের দিন ঠিক করে ফেলেছেন। তাদের কথা, দেরি হলে নাকি আমি আর বিয়ে করব না। কী আর করা।’

নতুন জীবন শুরু হতে যাচ্ছে, কেমন লাগছে? জানতে চাইলে চাষি বলেন, ‘কই, তেমন কোনো কিছু মনে হচ্ছে না। আমি এখনো কোনো কিছুই বুঝতে পারছি না। গায়েহলুদ অনুষ্ঠান নিয়ে বাসায় সবাই হইচই আনন্দ-ফুর্তি করছে, কিন্তু আমি আমার মতো আছি।’

এবার ঈদে চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক মুক্তি পায়। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে ছিল বেশ কয়েক দিন। তার মধ্যে তুমুল সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি পরিচালিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।