Dhaka সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

নিজস্ব প্রতিবেদক : 

আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ধরা পড়েছে ত্রুটি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম হয়ে শারজাহগামী একটি ফ্লাইটে ক্রুটি ধরা পড়ায় চট্টগ্রামের আকাশ থেকেই সেটি ঢাকায় ফিরে এসেছে। প্রায় দেড় ঘণ্টা পর ফ্লাইটটি আবার শারজাহর উদ্দেশে ছেড়ে যায়।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির বলেন, এটি ইমারজেন্সি ল্যান্ডিং ছিল না। চট্টগ্রাম থেকে ফ্লাই করার পর ফুয়েল ব্যালান্সিং সমস্যা হওয়ায় পাইলট ঢাকায় ফিরে আসেন। পরে সেটি ঠিক করে আবারও ফ্লাই করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বোয়িং-৭৩৭) ফ্লাইটটি প্রথমে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে দুবাইয়ের শারজাহর উদ্দেশে ওড়ার পরই পাইলটের কাছে টেকনিক্যাল সমস্যা ধরা পড়ে। তিনি বিষয়টি বুঝতে পেরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানান। সে অনুযায়ী রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে।

প্রকৌশল বিভাগের কর্মীরা জানান, প্রাথমিকভাবে এয়ারক্রাফটে ফুয়েল ব্যালান্সিংয়ে সমস্যা দেখা দিয়েছিল বলে মনে করা হচ্ছে।

এর আগে শনিবার (১৯ জুলাই) সকালে কক্সবাজার থেকে সৈয়দপুর হয়ে ঢাকায় আসা বিমানের ড্যাশ-৮ ফ্লাইটে যান্ত্রিক ক্রুটি দেখা দিলে পাইলট সৈয়দপুর না গিয়ে সরাসরি ঢাকায় ফিরে আসেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

বিমানের ফ্লাইটে ফের ত্রুটি, শারজাহ না গিয়ে ফিরে এলো ঢাকায়

প্রকাশের সময় : ০৯:৪৯:১১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক : 

আবারও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ধরা পড়েছে ত্রুটি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম হয়ে শারজাহগামী একটি ফ্লাইটে ক্রুটি ধরা পড়ায় চট্টগ্রামের আকাশ থেকেই সেটি ঢাকায় ফিরে এসেছে। প্রায় দেড় ঘণ্টা পর ফ্লাইটটি আবার শারজাহর উদ্দেশে ছেড়ে যায়।

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির বলেন, এটি ইমারজেন্সি ল্যান্ডিং ছিল না। চট্টগ্রাম থেকে ফ্লাই করার পর ফুয়েল ব্যালান্সিং সমস্যা হওয়ায় পাইলট ঢাকায় ফিরে আসেন। পরে সেটি ঠিক করে আবারও ফ্লাই করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১৯ জুলাই) রাত সোয়া ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বোয়িং-৭৩৭) ফ্লাইটটি প্রথমে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। নিয়ম অনুযায়ী চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে দুবাইয়ের শারজাহর উদ্দেশে ওড়ার পরই পাইলটের কাছে টেকনিক্যাল সমস্যা ধরা পড়ে। তিনি বিষয়টি বুঝতে পেরে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে ঢাকায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত জানান। সে অনুযায়ী রাত ১০টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করে।

প্রকৌশল বিভাগের কর্মীরা জানান, প্রাথমিকভাবে এয়ারক্রাফটে ফুয়েল ব্যালান্সিংয়ে সমস্যা দেখা দিয়েছিল বলে মনে করা হচ্ছে।

এর আগে শনিবার (১৯ জুলাই) সকালে কক্সবাজার থেকে সৈয়দপুর হয়ে ঢাকায় আসা বিমানের ড্যাশ-৮ ফ্লাইটে যান্ত্রিক ক্রুটি দেখা দিলে পাইলট সৈয়দপুর না গিয়ে সরাসরি ঢাকায় ফিরে আসেন।