Dhaka বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়লো উড়োজাহাজ

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল ঢাকাগামী ইউএস-বাংলা উড়োজাহাজের একটি ফ্লাইট। এ সময় পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান, রানওয়েতে কিছু একটা দেখা যাচ্ছে। এ অবস্থায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ফ্লাইটটি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজন গিয়ে রানওয়েতে একটি শিয়াল দেখতে পায়। সেটি সরিয়ে দেওয়ার পর উড্ডয়ন করে উড়োজাহাজটি।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। উড়োজাহাজ উড্ডয়নের সময় ছিল ১১টা ৪০ মিনিট। তবে শিয়ালের ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার পর সেটি উড্ডয়ন করে দুপুর ১২টা ৬ মিনিটে। এ ঘটনায় ২৬ মিনিট বিমান চলাচল সাময়িক বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‌‘ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের অপেক্ষায় ছিল। ঠিক সে সময় রানওয়ের ওপর হঠাৎ একটি শিয়াল দেখা যায়। বিমানবন্দরের পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে শিয়ালটিকে তাড়িয়ে রানওয়ে খালি করে। রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ইব্রাহীম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরিদর্শন করা হয়। আজও পরিদর্শন করে রানওয়ে ক্লিয়ার বলে জানানো হয়। তবে রানওয়ের আশপাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে-মধ্যে শিয়াল, সাপ বা কুকুর রানওয়েতে চলে আসে। প্রতি ছয় মাস পর পর বিমানবন্দরে কুকুর অপসারণের কাজ চলে। সিটি করপোরেশনের সহায়তায় বিমানবন্দরের অভ্যন্তরে থাকা কুকুর ধরে বিমানবন্দরের বাইরে ছেড়ে দেওয়া হয়। আশপাশের বন-জঙ্গলও পরিষ্কার করে রাখা হয়। প্রতিবার নিরাপত্তার যাতে ঘাটতি না থাকে, সেজন্য প্রত্যেক ফ্লাইটের আগে আরেক দফা গাড়ি দিয়ে রানওয়ে ঘুরে দেখা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, ২৬ মিনিট পর উড়লো উড়োজাহাজ

প্রকাশের সময় : ০৮:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল ঢাকাগামী ইউএস-বাংলা উড়োজাহাজের একটি ফ্লাইট। এ সময় পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠান, রানওয়েতে কিছু একটা দেখা যাচ্ছে। এ অবস্থায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ফ্লাইটটি। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজন গিয়ে রানওয়েতে একটি শিয়াল দেখতে পায়। সেটি সরিয়ে দেওয়ার পর উড্ডয়ন করে উড়োজাহাজটি।

বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে। উড়োজাহাজ উড্ডয়নের সময় ছিল ১১টা ৪০ মিনিট। তবে শিয়ালের ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ার পর সেটি উড্ডয়ন করে দুপুর ১২টা ৬ মিনিটে। এ ঘটনায় ২৬ মিনিট বিমান চলাচল সাময়িক বন্ধ থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‌‘ইউএস-বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি বেলা ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের অপেক্ষায় ছিল। ঠিক সে সময় রানওয়ের ওপর হঠাৎ একটি শিয়াল দেখা যায়। বিমানবন্দরের পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে শিয়ালটিকে তাড়িয়ে রানওয়ে খালি করে। রানওয়ে সম্পূর্ণ খালি নিশ্চিত করার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ইব্রাহীম খলিল আরও বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে রানওয়ে পরিদর্শন করা হয়। আজও পরিদর্শন করে রানওয়ে ক্লিয়ার বলে জানানো হয়। তবে রানওয়ের আশপাশে ঘন জঙ্গল ও ঝোপঝাড় থাকায় মাঝে-মধ্যে শিয়াল, সাপ বা কুকুর রানওয়েতে চলে আসে। প্রতি ছয় মাস পর পর বিমানবন্দরে কুকুর অপসারণের কাজ চলে। সিটি করপোরেশনের সহায়তায় বিমানবন্দরের অভ্যন্তরে থাকা কুকুর ধরে বিমানবন্দরের বাইরে ছেড়ে দেওয়া হয়। আশপাশের বন-জঙ্গলও পরিষ্কার করে রাখা হয়। প্রতিবার নিরাপত্তার যাতে ঘাটতি না থাকে, সেজন্য প্রত্যেক ফ্লাইটের আগে আরেক দফা গাড়ি দিয়ে রানওয়ে ঘুরে দেখা হয়।