Dhaka সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিভেদ ভুলে একসঙ্গে রাফী-পরীমণি!

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
  • ১৯৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে ভাঙন আসার পর পরীমণির জীবন যাত্রা অনেকটাই বদলে গেছে। নিজের ফেসবুক থেকে রিলেশনশীপ স্ট্যাটাস মুছে দিয়েছেন। এবার তিনি বদলে ফেললেন নির্মাতা রায়হান রাফীর সঙ্গে নিজের সম্পর্ক।

শনিবার (২৯ জুলাই) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা গেছে, সন্তান রাজ্যকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন পরী। মুঠোফোনে তাদের স্থিরচিত্র ধারণ করছেন রাফী।

ছবিটির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘চাচা বাদ, মামাই সত্য।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। নিচে রায়হান রাফীকে মেনশনও করেন এ নায়িকা। এদিকে ওই পোস্টের নিচে তমা মির্জা লিখেছেন, ‘ভাগ্যিস আমি আগে থেকেই খালামনি। আমি আগে থেকেই নিরাপদে আছি।’

পরীর এই ক্যাপশন বিশ্লেষণ করতে গেলেই চলে আসে রাজের নাম। ধারনা করা যায়, রাজের সঙ্গে সম্পর্ক চলাকালীন রাজ্যের চাচা হিসেবে ছিলেন রাফী। কিন্তু রাজ চলে যাওয়ায় আগের সম্পর্ক মনে রাখতে চান না এই নায়িকা। তাই রাফীকে দিয়েছেন নিজের ভাইয়ের আসন। সেই সূত্রেই রাজ্যের মামা বনে গেলেন রাফী।

জানা গেছে, পরীমণি রাজ্যকে নিয়ে গিয়েছিলেন রাফীর বাসায়। সেখানে উপস্থিত ছিলেন তমাও। সঙ্গে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তমা-পরী পুরনো বন্ধু। সেই সুত্রেই হয়েছে এই দেখা সাক্ষাৎ।

সংবাদমাধ্যমকে রাফী জানান, তমা-পরী পুরনো বন্ধু। মূলত তাদের আগ্রহেই আমাদের দেখা-সাক্ষাৎ হলো। প্রথমে ওরা রেস্তোরাঁয় বসতে চেয়েছে। কিন্তু অনেক ক্রাউড দেখে পরে আমার বাসায় এলো সবাই। সবাই মানে পরী, তমা, রাজ্য আর চয়নিকা দিদি। কিছুক্ষণ গল্প-গুজব, হাহা-হিহি আর ছবি তোলা হলো। ভালোই কাটলো সময়টা।

রাফী জানান, পরী ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই। তবে কোনও প্রজেক্টের বিষয়ে কাল ও আমার বাসায় আসেনি। কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক। এখানে প্রফেশনাল কোনও আলাপ হয়নি। জাস্ট হাহা-হিহি করেছি আমরা।

রাফী আরো জানান, এরমধ্যে পরের সিনেমার চিত্রনাট্য নিয়ে টেবিলে বসে পড়েছেন। যেটির কাজ হচ্ছে বিমান নিয়ে। তবে ছবিটির নাম ও কাস্টিং বিষয়ে জানাবেন আগস্টে। যেখানে পরী তো পরের কথা, নিশো আর তমা মির্জাই এখনও নিশ্চিত নন বলে দাবি করলেন রাফী। জানালেন, ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনা এখন শতভাগ কনট্রোলে আছে।

উল্লেখ্য, রায়হান রাফীর সঙ্গে পরীমণির দ্বন্দ্ব সামনে আসে গত বছরের নভেম্বরে। সেসময় রাজ-মিমের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রাফীকে ‘দালাল’ আখ্যা দেন পরী। এরপরই দুজনের সম্পর্কে চিড় ধরে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিভেদ ভুলে একসঙ্গে রাফী-পরীমণি!

প্রকাশের সময় : ০৩:২৯:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

বিনোদন ডেস্ক : 

অভিনেতা শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে ভাঙন আসার পর পরীমণির জীবন যাত্রা অনেকটাই বদলে গেছে। নিজের ফেসবুক থেকে রিলেশনশীপ স্ট্যাটাস মুছে দিয়েছেন। এবার তিনি বদলে ফেললেন নির্মাতা রায়হান রাফীর সঙ্গে নিজের সম্পর্ক।

শনিবার (২৯ জুলাই) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা গেছে, সন্তান রাজ্যকে নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন পরী। মুঠোফোনে তাদের স্থিরচিত্র ধারণ করছেন রাফী।

ছবিটির ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘চাচা বাদ, মামাই সত্য।’ সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজি। নিচে রায়হান রাফীকে মেনশনও করেন এ নায়িকা। এদিকে ওই পোস্টের নিচে তমা মির্জা লিখেছেন, ‘ভাগ্যিস আমি আগে থেকেই খালামনি। আমি আগে থেকেই নিরাপদে আছি।’

পরীর এই ক্যাপশন বিশ্লেষণ করতে গেলেই চলে আসে রাজের নাম। ধারনা করা যায়, রাজের সঙ্গে সম্পর্ক চলাকালীন রাজ্যের চাচা হিসেবে ছিলেন রাফী। কিন্তু রাজ চলে যাওয়ায় আগের সম্পর্ক মনে রাখতে চান না এই নায়িকা। তাই রাফীকে দিয়েছেন নিজের ভাইয়ের আসন। সেই সূত্রেই রাজ্যের মামা বনে গেলেন রাফী।

জানা গেছে, পরীমণি রাজ্যকে নিয়ে গিয়েছিলেন রাফীর বাসায়। সেখানে উপস্থিত ছিলেন তমাও। সঙ্গে ছিলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তমা-পরী পুরনো বন্ধু। সেই সুত্রেই হয়েছে এই দেখা সাক্ষাৎ।

সংবাদমাধ্যমকে রাফী জানান, তমা-পরী পুরনো বন্ধু। মূলত তাদের আগ্রহেই আমাদের দেখা-সাক্ষাৎ হলো। প্রথমে ওরা রেস্তোরাঁয় বসতে চেয়েছে। কিন্তু অনেক ক্রাউড দেখে পরে আমার বাসায় এলো সবাই। সবাই মানে পরী, তমা, রাজ্য আর চয়নিকা দিদি। কিছুক্ষণ গল্প-গুজব, হাহা-হিহি আর ছবি তোলা হলো। ভালোই কাটলো সময়টা।

রাফী জানান, পরী ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ হবেই। এতে সন্দেহ নাই। তবে কোনও প্রজেক্টের বিষয়ে কাল ও আমার বাসায় আসেনি। কালকের আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক। এখানে প্রফেশনাল কোনও আলাপ হয়নি। জাস্ট হাহা-হিহি করেছি আমরা।

রাফী আরো জানান, এরমধ্যে পরের সিনেমার চিত্রনাট্য নিয়ে টেবিলে বসে পড়েছেন। যেটির কাজ হচ্ছে বিমান নিয়ে। তবে ছবিটির নাম ও কাস্টিং বিষয়ে জানাবেন আগস্টে। যেখানে পরী তো পরের কথা, নিশো আর তমা মির্জাই এখনও নিশ্চিত নন বলে দাবি করলেন রাফী। জানালেন, ‘সুড়ঙ্গ’ পাইরেসির ঘটনা এখন শতভাগ কনট্রোলে আছে।

উল্লেখ্য, রায়হান রাফীর সঙ্গে পরীমণির দ্বন্দ্ব সামনে আসে গত বছরের নভেম্বরে। সেসময় রাজ-মিমের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে রাফীকে ‘দালাল’ আখ্যা দেন পরী। এরপরই দুজনের সম্পর্কে চিড় ধরে।