বিনোদন ডেস্ক :
তাপদাহে নাজেহাল মানুষ। তার মধ্যে রয়েছে অধিক মাত্রায় লোডশেডিং, বেড়েছে বিদ্যুৎ বিল। ঢাকার মতো কলকাতাতেও প্রচন্ড গরম। এ পরিস্থিতিতে অন্য সবার মতো টলিউড অভিনেত্রী শ্রীলেখারও ভরসা শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। কিন্তু চলতি মাসে বিদ্যুৎ বিলের কাগজ হাতে পেয়ে বিস্মিত হয়েছেন আলোচিত এই অভিনেত্রী।
কোথাও অনুচিত দেখলেই চোখে আঙুল দিয়ে ধরিয়ে দেন তিনি। সেই সঙ্গে ঝাড়েন ক্ষোভ। ছাড় দেন না কাউকে। এবার এই অভিনেত্রীর রোষানলে পড়ল ভারতীয় বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত উঠল তার। বিষয়টি সামাজিক মাধ্যমে শ্রীলেখা নিজেই জানিয়েছেন।
ফেসবুকে তিনি লিখেছেন, এই মাসে ইলেকট্রিকের বিল এসেছে মাত্র ৯,৭৪০ টাকা।
এই গরমে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র ছাড়া এক মুহূর্তও টিকে থাকা দায় হয়ে উঠেছে শ্রীলেখার। এ ছাড়াও তার প্রিয় পোষ্যেরা আছে। তারাও ঠান্ডা ছাড়া মোটে থাকতে পারে না। তাই ঘর ঠান্ডা রাখার যন্ত্রের উপর পুরোপুরি নির্ভরশীল অভিনেত্রী।
একটি ভবনের ১১ তলায় শ্রীলেখার ফ্ল্যাট। তাতে চারটি ঘর রয়েছে। আর চার ঘরেই রয়েছে এসি। আর এসব শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র সবসময়ই চলে। চারটি এসি চললেও এতটা বিল আসার কথা নয় বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমে শ্রীলেখা বলেন, মানছি আমাদের বাড়িতে অনেকক্ষণ এসি চলে। কিন্তু তাই বলে প্রায় ১০ হাজার রুপি বিল আসা অস্বাভাবিক। আমি এর আগেও পাঁচ-ছয় হাজার রুপি বিল। এই বিলটা আমি ভাবতে পারছি না। আমার তো কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই যে বিদ্যুৎ বিল দিয়ে যাবে। আমি খুব শিগগির কোম্পানিতে অভিযোগ জানাব।
শ্রীলেখার ফেসবুক পোস্টে নানাজন নানা ধরনের মন্তব্য করেছেন। কেউ কেউ তার সুরে সুর মিলিয়েছেন। কেউ আবার বলছেন, শ্রীলেখার ন্যায্য বিলই এসেছে।