Dhaka বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিভাগকে আরও ভালো করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরও ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপস করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবিলা করেই সামনে এগোতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রদত্ত লক্ষ্যগুলো কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

রোববার (২৫ জুন) বিদ্যুৎ ভবনে দফতরগুলোর সঙ্গে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এপিএ প্রদত্ত লক্ষ্যগুলো কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে বলেও এসময় জোর দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরও ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপস করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই। সেগুলো মোকাবিলা করেই সামনে এগোতে হবে।

নসরুল হামিদ বলেন, পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেমের সংযোগ ঘটিয়ে জ্বালানি খাতের দফতরগুলোর আধুনিকায়নের কাজ করতে হবে। টিম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টিমের সদস্যদের মাঝে স্মার্টনেস ও দক্ষতা এবং পেশাদারিত্বের মনোভাব সৃষ্টি করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেম সংযোগ করে দপ্তরগুলোর আধুনিকায়নের কাজ করতে হবে। টিম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টিমের সদস্যদের মাঝে স্মার্টনেস, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব সৃজন করতে হবে।

আজ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ১৭টি দফতর প্রধান এপিএ স্বাক্ষর করেন। উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগে এপিএ বাস্তবায়নে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইপিআরসি’র চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনীরা সুলতানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ সংশ্লিষ্ট দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিদ্যুৎ বিভাগকে আরও ভালো করতে হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরও ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপস করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই, সেগুলো মোকাবিলা করেই সামনে এগোতে হবে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) প্রদত্ত লক্ষ্যগুলো কাঙ্ক্ষিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে।

রোববার (২৫ জুন) বিদ্যুৎ ভবনে দফতরগুলোর সঙ্গে বিদ্যুৎ বিভাগের ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

এপিএ প্রদত্ত লক্ষ্যগুলো কাঙ্ক্ষিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে বলেও এসময় জোর দেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বিদ্যুৎ বিভাগ বরাবরই ভালো করলেও আরও ভালো করতে হবে। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আধুনিক ব্যবস্থাপনার বিষয়ে আপস করা যাবে না। চ্যালেঞ্জ থাকবেই। সেগুলো মোকাবিলা করেই সামনে এগোতে হবে।

নসরুল হামিদ বলেন, পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেমের সংযোগ ঘটিয়ে জ্বালানি খাতের দফতরগুলোর আধুনিকায়নের কাজ করতে হবে। টিম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টিমের সদস্যদের মাঝে স্মার্টনেস ও দক্ষতা এবং পেশাদারিত্বের মনোভাব সৃষ্টি করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেম সংযোগ করে দপ্তরগুলোর আধুনিকায়নের কাজ করতে হবে। টিম ওয়ার্ক বাড়ানোর উদ্যোগ অব্যাহত রাখতে হবে। টিমের সদস্যদের মাঝে স্মার্টনেস, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব সৃজন করতে হবে।

আজ বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিবের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ১৭টি দফতর প্রধান এপিএ স্বাক্ষর করেন। উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে বিদ্যুৎ বিভাগে এপিএ বাস্তবায়নে দ্বিতীয় স্থান অধিকার করেছিল।

বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে ইপিআরসি’র চেয়ারম্যান মো. মোকাব্বির হোসেন, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনীরা সুলতানা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ সংশ্লিষ্ট দফতর প্রধানরা উপস্থিত ছিলেন।