Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিজ্ঞাপনে মিথ্যা তথ্য দেয়া জরিমানার মুখে অমিতাভ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১১:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩
  • ২০২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন এবং ফ্লিপকার্টের-এর বিরুদ্ধে বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ১০ লাখ রুপি জরিমানা ঘোষণা করেছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। এখন পর্যন্ত দুই পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। অভিযোগ অনুযায়ী, ফ্লিপকার্ট ও অমিতাভকে জরিমানা পরিশোধ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপন দিয়ে অভিযোগটি করা হয়েছে। মোবাইল ফোনের দাম নিয়ে, এমনকি ফিচার্স নিয়েও মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ওঠে অমিতাভের ওপর। সাধারণত এ বিজ্ঞাপনগুলো গ্রাহকদের আকর্ষণ করার জন্য কোনো বড় তারকার মুখকে ব্যবহার করেন বিপুল অর্থের টাকার বিনিময়ে। তবে এ টাকার বিনিময়ে সাধারণত সেই ব্যান্ডের গুণমান যাচাই করেন না তারকারা।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স দাবি করেছে যে “মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন” এর জন্য ভোক্তা সুরক্ষা আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে ফ্লিপকার্টে জরিমানা আরোপ করা হবে এবং বচ্চনের উপর ১০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হবে।

এ প্রসঙ্গে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল অভিযোগে বলেন, ধারা ২(৪৭) এর অধীনে সংজ্ঞা অনুযায়ী, ফ্লিপকার্ট অমিতাভ বচ্চনের (সমর্থক) মাধ্যমে অভিনয় করে, ভারতের স্মার্টফোন বাজারে বিক্রেতা/সরবরাহকারীদের দ্বারা মোবাইল ফোন যে দামে উপলব্ধ করা হচ্ছে সে সে সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। অন্য ব্যক্তির পণ্য, পরিষেবা বা বাণিজ্যকে অপমান করার প্রভাব।

তবে ফ্লিপকার্ট বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মন্তব্যের জন্য বচ্চনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিগ-বি বর্তমানে ব্যস্ত আছেন কৌন বনেগা ক্রোড়পতি ১৫-এর সঞ্চালনায়।

কাজের ক্ষেত্রে, একপর্দায় টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। প্রকাশ্যে এলো ‘গণপথ’ সিনেমার গায়ে ভয়াল টিজার। এ সিনেমার হাত ধরে ভারতীয় সিনে দুনিয়ায় কি এক নতুন যুগের সূচনা হতে চলেছে? নির্মাতাদের ইঙ্গিত অন্তত তেমনই। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় থাকবে ভরপুর অ্যাকশন, তৈরি হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে।

২০৭০ সালের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমা অ্যাকশনে ভরপুর- তা টিজারেই স্পষ্ট। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় রয়েছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। টাইগার ও কৃতী, দুজনকেই দেখা গেল অ্যাকশন রূপে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিজ্ঞাপনে মিথ্যা তথ্য দেয়া জরিমানার মুখে অমিতাভ

প্রকাশের সময় : ১১:০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩

বিনোদন ডেস্ক : 

বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন এবং ফ্লিপকার্টের-এর বিরুদ্ধে বিজ্ঞাপনে ভুল তথ্য ছড়ানোর অভিযোগে ১০ লাখ রুপি জরিমানা ঘোষণা করেছে ‘দ্য কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডস’। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা। এখন পর্যন্ত দুই পক্ষ থেকে কোনো উত্তর আসেনি। অভিযোগ অনুযায়ী, ফ্লিপকার্ট ও অমিতাভকে জরিমানা পরিশোধ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, একটি মোবাইল ফোনের বিজ্ঞাপন দিয়ে অভিযোগটি করা হয়েছে। মোবাইল ফোনের দাম নিয়ে, এমনকি ফিচার্স নিয়েও মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ ওঠে অমিতাভের ওপর। সাধারণত এ বিজ্ঞাপনগুলো গ্রাহকদের আকর্ষণ করার জন্য কোনো বড় তারকার মুখকে ব্যবহার করেন বিপুল অর্থের টাকার বিনিময়ে। তবে এ টাকার বিনিময়ে সাধারণত সেই ব্যান্ডের গুণমান যাচাই করেন না তারকারা।

কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স দাবি করেছে যে “মিথ্যা বা বিভ্রান্তিকর বিজ্ঞাপন” এর জন্য ভোক্তা সুরক্ষা আইনের প্রাসঙ্গিক বিধান অনুসারে ফ্লিপকার্টে জরিমানা আরোপ করা হবে এবং বচ্চনের উপর ১০ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হবে।

এ প্রসঙ্গে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স মহাসচিব প্রবীণ খান্ডেলওয়াল অভিযোগে বলেন, ধারা ২(৪৭) এর অধীনে সংজ্ঞা অনুযায়ী, ফ্লিপকার্ট অমিতাভ বচ্চনের (সমর্থক) মাধ্যমে অভিনয় করে, ভারতের স্মার্টফোন বাজারে বিক্রেতা/সরবরাহকারীদের দ্বারা মোবাইল ফোন যে দামে উপলব্ধ করা হচ্ছে সে সে সম্পর্কে জনসাধারণকে বিভ্রান্ত করেছে। অন্য ব্যক্তির পণ্য, পরিষেবা বা বাণিজ্যকে অপমান করার প্রভাব।

তবে ফ্লিপকার্ট বিষয়টি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। মন্তব্যের জন্য বচ্চনের সঙ্গে যোগাযোগ করা যায়নি। বিগ-বি বর্তমানে ব্যস্ত আছেন কৌন বনেগা ক্রোড়পতি ১৫-এর সঞ্চালনায়।

কাজের ক্ষেত্রে, একপর্দায় টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। প্রকাশ্যে এলো ‘গণপথ’ সিনেমার গায়ে ভয়াল টিজার। এ সিনেমার হাত ধরে ভারতীয় সিনে দুনিয়ায় কি এক নতুন যুগের সূচনা হতে চলেছে? নির্মাতাদের ইঙ্গিত অন্তত তেমনই। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় থাকবে ভরপুর অ্যাকশন, তৈরি হবে ভবিষ্যতের প্রেক্ষাপটে।

২০৭০ সালের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমা অ্যাকশনে ভরপুর- তা টিজারেই স্পষ্ট। বিকাশ বহেল পরিচালিত এ সিনেমায় রয়েছেন টাইগার শ্রফ, কৃতী শ্যানন ও অমিতাভ বচ্চন। টাইগার ও কৃতী, দুজনকেই দেখা গেল অ্যাকশন রূপে।