নিজস্ব প্রতিবেদক :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস ও বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবীর খোকনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৫ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে তাকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন খোকনের স্ত্রী বিএনপি নেত্রী শিরিন সুলতানা। তিনি জানান, রাজধানীর সিপাহীবাগের নবীনবাগ ক্যান্ট রেস্টুরেন্টের বিল্ডিংয়ের তার ভাইয়ের বাসা থেকে খোকনকে আটক করা হয়েছে।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের পল্লবীর বাসায় পুলিশী অভিযান চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আগামী ২৮ অক্টোবরের মহাসমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। এরআগে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে গ্রেফতার করা হয়েছে। এবার আটক করা হলো খায়রুল কবির খোকনকে।