Dhaka রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির অত্যাচার থেকে রক্ষায় আমাদের সমাবেশ : নিখিল

নিজস্ব প্রতিবেদক : 

শুক্রবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যুবলীগ-স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশ বিএনপির দেখাদেখি নয় বরং দলটির অন্যায় অত্যাচার জুলুম থেকে রক্ষার জন্য সমাবেশ করা হচ্ছে। এ কথা বলেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের সম্মেলন কক্ষে যুবলীগ-স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি একটি দেশ ধ্বংসকারী, ষড়যন্ত্রকারী দল। বিএনপির দেখাদেখি মুক্তিযুদ্ধের পক্ষের দল কর্মসূচি দেবে, এটা আমরা বিশ্বাস করি না, দেশবাসীও বিশ্বাস করে না। তাদের অন্যায়-অত্যাচার-জুলুম থেকে জনগণকে রক্ষা করার জন্য আমাদের এই কর্মসূচি।

তিনি বলেন, আমরা বিএনপিকে অনুসরণ করছি না, তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য মাঠে থাকছি না। আমরা মাঠে থাকছি বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। পৃথিবীর সব দেশেই রাজনৈতিক কর্মকাণ্ড সহাবস্থানে হয়ে থাকে। এখানে বাধা কোথায়?

নিখিল বলেন, শুক্রবার সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ জনগণ এ সমাবেশে উপস্থিত হবে। আগামীকাল কত লোক হবে তার হিসাব মেলাতে পারবেন না, লোকে লোকারণ্য হবে। জনতার ডল নামবে ঢাকায়।

যুবলীগের শীর্ষ এই নেতা বলেন, তরুণ সমাজকে ধ্বংস করেছিলেন জিয়াউর রহমান। তার ছেলে তারেক রহমান তরুণ-ছাত্র সমাজকে ধ্বংস করেছেন। তিনি আবার লন্ডনে বসে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করছেন। তারুণ্যের সমাবেশের নামে তারা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় হত্যা করছে।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, সমাবেশে যোগ দেবে স্বাধীনতাপ্রেমী মানুষ। সকল শ্রেণি-পেশার মানুষ আসবে। বাংলার মাটিতে বিএনপি-জামায়াতকে আর স্থান দেবে না। আমরা ঐক্যবদ্ধ। সবসময় মাঠে ছিলাম, মাঠে থাকব। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা সর্বদা প্রস্তুত।

সমাবেশের বিষয়ে জানিয়ে তিনি বলেন, অনুমতি পাওয়ার পর এখন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের প্রস্তুতি শুরু হবে। শুক্রবারের (২৮ জুলাই) সমাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের, অসাম্প্রদায়িক চেতনার মানুষসহ সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এ সময় আওয়ামী লীগের সমাবেশে সারাদেশের নেতাকর্মীরা যোগ দেবেন এবং তরুণ সমাজের ঢল নামবে বলেও আশা প্রকাশ করেন যুবলীগের সাধারণ সম্পাদক।

সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের হামলায় ১০ জন প্রাণ দিয়েছে জানিয়ে নিখিল বলেন, সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগ বরং শান্তির পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষও সমাবেশে আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

পাঁচ মামলায় চিন্ময়ের জামিন নামঞ্জুর

বিএনপির অত্যাচার থেকে রক্ষায় আমাদের সমাবেশ : নিখিল

প্রকাশের সময় : ০৬:৪৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

শুক্রবার বায়তুল মোকাররম দক্ষিণ গেটে যুবলীগ-স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশ বিএনপির দেখাদেখি নয় বরং দলটির অন্যায় অত্যাচার জুলুম থেকে রক্ষার জন্য সমাবেশ করা হচ্ছে। এ কথা বলেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ছাত্রলীগের সম্মেলন কক্ষে যুবলীগ-স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি একটি দেশ ধ্বংসকারী, ষড়যন্ত্রকারী দল। বিএনপির দেখাদেখি মুক্তিযুদ্ধের পক্ষের দল কর্মসূচি দেবে, এটা আমরা বিশ্বাস করি না, দেশবাসীও বিশ্বাস করে না। তাদের অন্যায়-অত্যাচার-জুলুম থেকে জনগণকে রক্ষা করার জন্য আমাদের এই কর্মসূচি।

তিনি বলেন, আমরা বিএনপিকে অনুসরণ করছি না, তাদের পাল্টা জবাব দেওয়ার জন্য মাঠে থাকছি না। আমরা মাঠে থাকছি বিএনপির সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে। পৃথিবীর সব দেশেই রাজনৈতিক কর্মকাণ্ড সহাবস্থানে হয়ে থাকে। এখানে বাধা কোথায়?

নিখিল বলেন, শুক্রবার সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ জনগণ এ সমাবেশে উপস্থিত হবে। আগামীকাল কত লোক হবে তার হিসাব মেলাতে পারবেন না, লোকে লোকারণ্য হবে। জনতার ডল নামবে ঢাকায়।

যুবলীগের শীর্ষ এই নেতা বলেন, তরুণ সমাজকে ধ্বংস করেছিলেন জিয়াউর রহমান। তার ছেলে তারেক রহমান তরুণ-ছাত্র সমাজকে ধ্বংস করেছেন। তিনি আবার লন্ডনে বসে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করছেন। তারুণ্যের সমাবেশের নামে তারা যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় হত্যা করছে।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, সমাবেশে যোগ দেবে স্বাধীনতাপ্রেমী মানুষ। সকল শ্রেণি-পেশার মানুষ আসবে। বাংলার মাটিতে বিএনপি-জামায়াতকে আর স্থান দেবে না। আমরা ঐক্যবদ্ধ। সবসময় মাঠে ছিলাম, মাঠে থাকব। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। আমরা সর্বদা প্রস্তুত।

সমাবেশের বিষয়ে জানিয়ে তিনি বলেন, অনুমতি পাওয়ার পর এখন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের প্রস্তুতি শুরু হবে। শুক্রবারের (২৮ জুলাই) সমাবেশে মুক্তিযুদ্ধের পক্ষের, অসাম্প্রদায়িক চেতনার মানুষসহ সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এ সময় আওয়ামী লীগের সমাবেশে সারাদেশের নেতাকর্মীরা যোগ দেবেন এবং তরুণ সমাজের ঢল নামবে বলেও আশা প্রকাশ করেন যুবলীগের সাধারণ সম্পাদক।

সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের হামলায় ১০ জন প্রাণ দিয়েছে জানিয়ে নিখিল বলেন, সারা বাংলাদেশ থেকে শুধু আওয়ামী লীগ বরং শান্তির পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের মানুষও সমাবেশে আসবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক অফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।