নিজস্ব প্রতিবেদক :
বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বাসায় গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় আব্দুল মঈন খান সেখানে যান বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সদ্য কারামুক্ত বিএনপি প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ভাইয়ের বাসায় গিয়ে খোঁজ নিয়েছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান।
২০২৩ সালের ২৩ মে রাজধানীর সিটি কলেজের সামনে পুলিশের ওপর হামলার ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়। পরে পুলিশের করা ওই মামলা ১০ অক্টোবর রাতে ধানমন্ডির বাসা থেকে এ্যানিকে গ্রেফতার করে পুলিশ।
পরদিন ১১ অক্টোবর তার বিরুদ্ধে দুই মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে ধানমন্ডি থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়। চার মাস কারাভোগের পর গত ১৫ ফেব্রুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।