Dhaka শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা এ্যানির জামিন আবেদন মঞ্জুর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ১০:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
  • ২১০ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে চার বছর আগে রাজধানীর পল্টন থানার এক নাশকতার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। তবে অন্য মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

এ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ২০১৯ সালের অক্টোবর মাসে পল্টন থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলার এজাহারে এ্যানি সাহেবের নাম ছিল না। চার্জশিটে নাম আসে। তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। এরই মাঝে তিনি অন্য মামলায় গ্রেফতার হন। তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আমরা উচ্চ আদালতের দেওয়া বেলবন্ড দাখিল করে তার স্থায়ী জামিনের আবেদন করি। আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তিনি অন্য মামলায় গ্রেফতার রয়েছেন। এজন্য মুক্ত হতে পারছেন না।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরদিন ধানমন্ডি মডেল থানার মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এদিন শুনানিকালে এ্যানিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বিএনপি নেতা এ্যানির জামিন আবেদন মঞ্জুর

প্রকাশের সময় : ১০:২৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির বিরুদ্ধে চার বছর আগে রাজধানীর পল্টন থানার এক নাশকতার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত শুনানি শেষে তার জামিনের আদেশ দেন। তবে অন্য মামলায় গ্রেফতার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

এ্যানির আইনজীবী মহিউদ্দিন চৌধুরী জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, ২০১৯ সালের অক্টোবর মাসে পল্টন থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলার এজাহারে এ্যানি সাহেবের নাম ছিল না। চার্জশিটে নাম আসে। তিনি উচ্চ আদালত থেকে জামিন নেন। এরই মাঝে তিনি অন্য মামলায় গ্রেফতার হন। তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। আমরা উচ্চ আদালতের দেওয়া বেলবন্ড দাখিল করে তার স্থায়ী জামিনের আবেদন করি। আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে তিনি অন্য মামলায় গ্রেফতার রয়েছেন। এজন্য মুক্ত হতে পারছেন না।

উল্লেখ্য, গত ১০ অক্টোবর গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে রাজধানীর ধানমন্ডির বাসার থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পরদিন ধানমন্ডি মডেল থানার মামলায় তাকে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে ১৪ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

এদিন শুনানিকালে এ্যানিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।