Dhaka শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি নেতা আমিনুলসহ ৩ জনকে তুলে নেওয়ার অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : ০১:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩
  • ২০৯ জন দেখেছেন

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মিরাজসহ আরো দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, হোটেল আমারির উল্টা পাশের বিল্ডিং থেকে রাত পৌনে ৪টার দিকে তাদের তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় আমিনুল হকের গাড়িচালক ও পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন রিজভী।

এর আগে, রাত ৩টার দিকে আমিনুলের স্ত্রী ফোন গণমাধ্যম কর্মীদের জানান, তার স্বামীকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এবং তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন একই এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকেও গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

সংসদ নির্বাচন ঐক্যবদ্ধভাবে করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

বিএনপি নেতা আমিনুলসহ ৩ জনকে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশের সময় : ০১:২৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মিরাজসহ আরো দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, হোটেল আমারির উল্টা পাশের বিল্ডিং থেকে রাত পৌনে ৪টার দিকে তাদের তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় আমিনুল হকের গাড়িচালক ও পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও তুলে নিয়ে যাওয়া হয় বলেও অভিযোগ করেন রিজভী।

এর আগে, রাত ৩টার দিকে আমিনুলের স্ত্রী ফোন গণমাধ্যম কর্মীদের জানান, তার স্বামীকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এবং তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গত মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওইদিন একই এলাকা থেকে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকেও গ্রেপ্তার করা হয়।