নিজস্ব প্রতিবেদক :
বিএনপি নিজেরাই নিজেদের আন্দোলন পণ্ড করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অবরোধ দিয়ে বিএনপি নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখছে। কোনো সন্ত্রাসী দলের সাথে সংলাপ হতে পারে না বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষ্যে ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, তাদের আন্দোলন তারাই পণ্ড করছেন। এটা পণ্ড করার জন্য দুইটা ঘটনাই যথেষ্ট। এক. বিচারপতির বাড়িতে হামলা। দুই. পুলিশকে জনসম্মুখে হত্যা করা। এ দুই ঘটনাই যথেষ্ট জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য। এরপর জনমত যা আছে, তা থাকার কথা নয়। তাদের আন্দোলন তারাই পণ্ড করেছে, আমাদের কিছু করার নেই। পুলিশের সঙ্গে গণ্ডগোল তারা শুরু করেছে।
ওবায়দুল কাদের আরও বলেন, আমরা সমাবেশ থেকে পল্টনে গিয়ে মিছিলে গিয়ে হামলা চালাইনি। তাদের সমাবেশ তারা পণ্ড করেছে। তারা দৌড়ে লাদেনের মতো কোনো গুহায় গেছে, তাদের বের করা যায়নি।
নির্বাচন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের সংবিধান যেভাবে বলছে, সেভাবেই আমাদের টার্ম শেষ হবে জানুয়ারির ২৪ তারিখে। তার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন শেষ করতে হবে। ইসি নির্বাচন সিডিউল ঘোষণা করবে। এটা সরকারের বিষয় না, এটা নির্বাচন কমিশনের এখতিয়ার। এর বাইরে আমরা আগেও বলিনি, এখনো বলছি না।
ওবায়দুল কাদের বলেছেন, তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। তারা (বিএনপি) ঘুরেফিরে তাদের পুরোনো নাশকতা, সন্ত্রাসের ধারায় ফিরে এসেছে। কাজেই এখানে সন্ত্রাসের সঙ্গে সংলাপ হতে পারে না।
তিনি বলেন, তারা প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। কাজেই আমাদের প্রধানমন্ত্রী বলে দিয়েছেন সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপ নয়। আমিও বলছি তাদের সাথে কোনো সংলাপ…।
তিনি আরও বলেন, দেশের সংবিধান অনুযায়ী সঠিক সময়ে নির্বাচন হবে। অন্যদেশ তো আমাদের পরামর্শ নিয়ে নির্বাচন করে না, আমরা কেন অন্য দেশের পরামর্শ নিয়ে নির্বাচন করবো?
সেতুমন্ত্রী বলেন, তাদের অনেকবার সংলাপে ডাকা হয়েছে, নির্বাচন কমিশন ডেকেছে, রাষ্ট্রপতি ডেকেছে তারা সংলাপে যাবে না।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি প্রধান বিচারপতির বাড়িতে হামলা করেছে, পুলিশ হত্যা করেছে। এই দুই ঘটনা তাদের আন্দোলন শেষ করে দিয়েছে।
ওবায়দুল কাদের আরো বলেন, যেকোনো দলেরই নির্বাচনে অংশগ্রহণের অধিকার আছে। ইসি বিএনপিকে ডেকেছে। তারা যদি না যায়, আমাদের কী করণীয়? একটি দল নির্বাচনে যাবে না বলে আমরা রাষ্ট্রের একটি প্রতিষ্ঠানকে অবজ্ঞা করে নির্বাচন করবো না, এটা কেমন কথা?
তিনি বলেন, আমরা অন্য কোনো দেশের কথা শুনে পরামর্শ নেব? তারা (বিদেশিরা) কি নেয় আমাদের পরামর্শ? তারা যখন করে না তাহলে আমরা কেন? উই হ্যাভ কনস্টিটিউশন। এসব মেনে আমাদের সংবিধানের ব্যত্যয় ঘটিয়েছি কি না, তা নিয়ে বন্ধুদের আপত্তি থাকতে পারে, তারা বলতে পারেন। এটা একটি স্বাধীন নির্বাচন। ইসি ইলেকশন করবে। এ সময় সরকার রুটিন ওয়ার্ক করবে কেবল। সরকারের মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা ব্যবহার করতে পারবেন না। আমরা আমাদের নিয়ম অনুযায়ী এগিয়ে যাব।
রুহুল কবির রিজভীর বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রিজভী ‘প্যাথলোজিক্যাল লায়ার’। তিনি বসে বসে আবাসিক প্রতিনিধির মতো কথা বলেন। কোন গুহা থেকে বলছেন কে জানে!
বাংলাদেশ নিয়ে জাতিসংঘের মাথা ঘামানোর সময় এটা নয় বলেও মন্তব্য কওে সেতুমন্ত্রী বলেন, ফিলিস্তিনে-গাজায় কী হচ্ছে? তাদের কথা কি কেউ শুনছে? বাংলাদেশে কী হচ্ছে? এটা তাদের (জাতিসংঘের) কি কোনো ক্ষতি করছে? বাংলাদেশ নিয়ে তাদের মাথা ঘামানোর ব্যাপার নয়। আমরা ভালো আছি। জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই বাস্তবে। তাদের আসল দায়িত্ব তারা তো পালন করতে পারছে না।
তাহলে কি বিএনপিকে ছাড়া নির্বাচন হতে যাচ্ছে, এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সেটা আমি জানি না, সেটা তাদের মর্জি। তারা করবে কি করবে না। তারা না এলে তো জোর করব না। এটুকু বলছি, শুধু সংবিধান পরিবর্তন হবে না।
বিএনপি নেতারা জেলে রয়েছেন, তাদের রেখেই নির্বাচন হবে কি না, এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কাউকে জেলে রাখার বিষয় না, এটা আইনের বিষয়। কেউ আইন ভঙ্গ করে জেলে গেলে তাদের জন্য ইলেকশন বসে থাকবে না।
হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল প্রকল্প প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এমআরটি লাইন-৬ মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশ ৪ নভেম্বর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট স্টেশনে ট্রেন থামবে।
তিনি আরও বলেন, ২০৩০ সাল পর্যন্ত ছয়টি লাইনের কাজের পরিকল্পনা শুরু করেছিলাম। আগামী বছর কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের কাজ শেষ হবে।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এমআরটি লাইন-৫-এর নির্মাণকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। হেমায়েতপুর থেকে ভাটারা প র্যন্ত সাড়ে ১৩ কিলোমিটার পাতাল রেল আর সাড়ে ৬ কিমি উড়াল সড়ক নির্মাণ করা হবে।
সেতুমন্ত্রী বলেন, আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে ৪ নভেম্বর মেট্রোরেলের বাণিজ্যিক চলাচল বন্ধ থাকবে। উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল ৪টায় মতিঝিলে একটি জনসমাবেশে বক্তব্য দেবেন। আগারগাঁওয়ে উদ্বোধন শেষে মতিঝিল আসবেন তিনি।