যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতি করলো বন্য হাতি। হাতির সেই কাণ্ড দেখে ভীত-সন্ত্রস্ত পড়েন যাত্রীরা। দিনে-দুপুরে হাতির ‘ডাকাতির’ এই দৃশ্য মোবাইলে ধারণ করেছেন শ্রীলঙ্কার কাটারাঙ্গামার এক ব্যক্তি।
জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা। সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে হাতি। হাতি দেখে সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেন চালক। বাস থামাতেই হাতিটি চলে আসে বাস চালকের কাছে।
এরপর চালকের আসনের পাশের জানালা দিয়ে শুঁড় ঢুকিয়ে দেয় বাসের ভেতর। হাতির শুঁড়ের চাপে আসনে তখন প্রায় চেপে গেছেন চালক।
আরও পড়ুন : মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আত্মকথা
কিন্তু হাতিটির নজর সেদিকে নেই। তার নজর বাসের মধ্যে থাকা খাবারের দিকে। শুঁড় দিয়ে হাতিটি লুটপাট চালাতে থাকে। অবশেষে বাসের মধ্যে থাকা কলার ছড়া শুঁড়ে করে বের করে নেয় সে। তারপরই ‘মুক্তি’ পান চালক। বাস নিয়ে যেতে পারেন সেখান থেকে।
নেটিজেনরা হাতির কাণ্ড দেখে বেশ মজা পেয়েছেন। হাতির এই কাণ্ডকে নানা বিশেষণে ভরিয়েছেন তারা।
২০১৮ সালের ঘটনা এটি। সেই ভিডিও সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ভারতের বন কর্মকর্তা পারভিন কাসওয়ান। এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।