Dhaka রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বার্সেলোনাকে হারিয়ে রিয়ালকে টপকে শীর্ষে জিরোনা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩
  • ২০০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

লা-লিগার এবারের মৌসুমে শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদকে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে জিরোনা। গত বছর মৌসুম শেষ করেছিল ৪৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে। এবার তারাই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট। এরই ধারাবাহিকতায় রোববার (১০ ডিসেম্বর) হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। তাতে রিয়াল মাদ্রিদকে টপকে উঠে এসেছে আবারো শীর্ষে। অলিম্পিক স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে জিরোনার জয় ৪-২ ব্যবধানে।

পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বার্সা। কিন্তু লক্ষ্যের কাছে গিয়ে তাদের হতাশ হতে হয়েছে জিরোনার গোলরক্ষকের দৃঢ়তায়। তৃতীয় মিনিটেই লেভানদোভস্কির শট ফিরিয়ে দেন জিরোনার গোলরক্ষক। দ্বাদশ মিনিটে এগিয়ে যায় জিরোনা। পাল্টা আক্রমণে যাওয়া বার্সার রক্ষণ উন্মুক্ত হয়ে পড়লে সুযোগ কাজে লাগায় সফরকারীরা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে জালে পাঠান দভবিক।

১৯তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। রাফিনিয়ার কর্নারে জোরালো হেডে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। বিরতির আগে দ্বিতীয় দফা এগিয়ে যায় জিরোনা। বক্সে ঢুকে দারুণ শটে গোলটি করেন গুতেরেস।

এর পর দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে চেষ্টা চালায়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে ফের এগিয়ে যায় জিরোনাই। দলটিকে এবার লিড এনে দেন মিগেল গিমেরেজ। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ফের শুরু হয় বার্সার সমতায় ফেরার লড়াই। তবে সেই সমতা আর আসেনি কালকের ম্যাচে।

দ্বিতীয়ার্ধে আক্রমণে জোর দিতে ৬৫তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। রাফিনিয়া, ফেলিক্স ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনকে তুলে নেন তিনি। তাদের জায়গায় নামানো হয় ফেরান তোরেস, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দেকে। কিন্তু তাতেও সুফল মেলেনি।

গোলের দেখা পেতে জাবি হার্নান্দেজের শিষ্যরা মরিয়া হয়েই লড়েছেন। আক্রমণে ব্যস্ত রেখেছে জিরোনার রক্ষণ। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। এদিকে ম্যাচের ৮০ মিনিটে উল্টো ব্যবধান বাড়ায় জিরোনা। এদিকে নির্ধারিত সময়ের পর বার্সার ব্যবধান কমান ইকায় গুন্দোয়ান। ৯০+২ মিনিটের মাথায় কাতালান ক্লাবটির ইকলে গুনদোগান গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+৫ মিনিটের মাথায় জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

আক্রমণের হিসেবে বার্সেলোনাই এগিয়ে ছিল। ৩১টি শট নিয়েছে; তার মধ্যে লক্ষ্যে থেকেছে ১১টি। সেজন্য জিরোনা গোলকিপার গাজ্জানিগাকে কৃতিত্ব দিতেই হবে। বেশ কিছু সেভ করে রক্ষা করেছেন দলকে। বিপরীতে জিরোনা লক্ষ্যে থাকা ৭টি শটের চারটি গোলে রূপান্তরিত করেছে।

এদিকে বার্সার বিপক্ষে এই জয়ে লা-লিগায় রিয়ালকে টপকে ফের শীর্ষে উঠেছে জিরোনা। ১৬ ম্যাচে ১৩ জয় আর ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। সমান ম্যাচে ১২ জয় আর ১ হার নিয়ে দুইয়ে আছে রিয়াল। চারে থাকা বার্সার ১৬ ম্যাচে পয়েন্ট ৩৪।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বার্সেলোনাকে হারিয়ে রিয়ালকে টপকে শীর্ষে জিরোনা

প্রকাশের সময় : ১২:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

লা-লিগার এবারের মৌসুমে শিরোপা জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, অ্যাতলেটিকো মাদ্রিদকে বেশ ভালোভাবেই টেক্কা দিচ্ছে জিরোনা। গত বছর মৌসুম শেষ করেছিল ৪৯ পয়েন্ট নিয়ে দশম স্থানে থেকে। এবার তারাই লিগ চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অন্যতম ফেভারিট। এরই ধারাবাহিকতায় রোববার (১০ ডিসেম্বর) হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে। তাতে রিয়াল মাদ্রিদকে টপকে উঠে এসেছে আবারো শীর্ষে। অলিম্পিক স্টেডিয়ামে ছয় গোলের রোমাঞ্চকর ম্যাচে জিরোনার জয় ৪-২ ব্যবধানে।

পুরো ম্যাচে বল দখল এবং আক্রমণে এগিয়ে ছিল বার্সা। কিন্তু লক্ষ্যের কাছে গিয়ে তাদের হতাশ হতে হয়েছে জিরোনার গোলরক্ষকের দৃঢ়তায়। তৃতীয় মিনিটেই লেভানদোভস্কির শট ফিরিয়ে দেন জিরোনার গোলরক্ষক। দ্বাদশ মিনিটে এগিয়ে যায় জিরোনা। পাল্টা আক্রমণে যাওয়া বার্সার রক্ষণ উন্মুক্ত হয়ে পড়লে সুযোগ কাজে লাগায় সফরকারীরা। ডান দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে জালে পাঠান দভবিক।

১৯তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। রাফিনিয়ার কর্নারে জোরালো হেডে জাল খুঁজে নেন পোলিশ স্ট্রাইকার লেভানদোভস্কি। বিরতির আগে দ্বিতীয় দফা এগিয়ে যায় জিরোনা। বক্সে ঢুকে দারুণ শটে গোলটি করেন গুতেরেস।

এর পর দুই দলই গোলের দেখা পেতে মরিয়া হয়ে চেষ্টা চালায়। তবে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে ফের এগিয়ে যায় জিরোনাই। দলটিকে এবার লিড এনে দেন মিগেল গিমেরেজ। এক গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরুর পর ফের শুরু হয় বার্সার সমতায় ফেরার লড়াই। তবে সেই সমতা আর আসেনি কালকের ম্যাচে।

দ্বিতীয়ার্ধে আক্রমণে জোর দিতে ৬৫তম মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেস। রাফিনিয়া, ফেলিক্স ও আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনকে তুলে নেন তিনি। তাদের জায়গায় নামানো হয় ফেরান তোরেস, লামিনে ইয়ামাল ও আলেহান্দ্রো বাল্দেকে। কিন্তু তাতেও সুফল মেলেনি।

গোলের দেখা পেতে জাবি হার্নান্দেজের শিষ্যরা মরিয়া হয়েই লড়েছেন। আক্রমণে ব্যস্ত রেখেছে জিরোনার রক্ষণ। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা মেলেনি। এদিকে ম্যাচের ৮০ মিনিটে উল্টো ব্যবধান বাড়ায় জিরোনা। এদিকে নির্ধারিত সময়ের পর বার্সার ব্যবধান কমান ইকায় গুন্দোয়ান। ৯০+২ মিনিটের মাথায় কাতালান ক্লাবটির ইকলে গুনদোগান গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+৫ মিনিটের মাথায় জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

আক্রমণের হিসেবে বার্সেলোনাই এগিয়ে ছিল। ৩১টি শট নিয়েছে; তার মধ্যে লক্ষ্যে থেকেছে ১১টি। সেজন্য জিরোনা গোলকিপার গাজ্জানিগাকে কৃতিত্ব দিতেই হবে। বেশ কিছু সেভ করে রক্ষা করেছেন দলকে। বিপরীতে জিরোনা লক্ষ্যে থাকা ৭টি শটের চারটি গোলে রূপান্তরিত করেছে।

এদিকে বার্সার বিপক্ষে এই জয়ে লা-লিগায় রিয়ালকে টপকে ফের শীর্ষে উঠেছে জিরোনা। ১৬ ম্যাচে ১৩ জয় আর ১ হারে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি। সমান ম্যাচে ১২ জয় আর ১ হার নিয়ে দুইয়ে আছে রিয়াল। চারে থাকা বার্সার ১৬ ম্যাচে পয়েন্ট ৩৪।