বিনোদন ডেস্ক :
প্রথমবারের মতো বাবা হলেন পপ তারকা জাস্টিন বিবার। পুত্রসন্তান এসেছে বিবার ও হেইলির ঘরে। শুক্রবার (২৩ আগস্ট) ইনস্টাগ্রামে নবজাতকের পায়ের একটি ছবি পোস্ট করে সবার সঙ্গে খুশির খবরটি ভাগ করে নিয়েছেন এই তারকা দম্পতি।
মার্কিন সংবাদমাধ্যম পিপল ডটকমের প্রতিবেদন থেকে জানা যায়, ছেলের নামও প্রকাশ করলেন বিবার। একটি পোস্টে এই তারকা লিখেছেন, ‘স্বাগত জ্যাক ব্লুজ বিবার’। ছেলের নাম জ্যাক ব্লুজ বিবার। বিবারের সেই পোস্ট মুহূর্তেই ভাইরাল। সেই সঙ্গে কমেন্ট সেকশনেও অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় ভাসছেন এই দম্পতি।
এর আগে চলতি বছরের মে মাসে তারকা দম্পতি ঘোষণা করেন, সংসারে নতুন অতিথি আসছে। ইনস্টাগ্রামে স্ত্রীর সাদা পোশাক পরা বেবিবাম্পের ছবি ও ছোট্ট একটি ভিডিও প্রকাশ করেছিলেন গায়ক।
এক সাক্ষাৎকারে হেইলি জানান, ২০১৮ সালে তিনি ও বিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেই বাঁধন এবার আরও পোক্ত হতে চলেছে। বাকি জীবনটা থাকবেন হাতে হাত ধরে। আর সবটাই হবে সন্তানকে ঘিরে।
বিয়ের ছয় বছর পর বিবার আর হেইলির সন্তান আসার খবরে উচ্ছ্বসিত ভক্তরা। তাঁদের নিয়ে চর্চার অন্ত নেই নেটপাড়ায়। খুশির খবর পেয়ে তাঁদের অভিনন্দন জানাচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
এর আগে ২০২০ সালে নিজের অসুস্থতার কথা জানান বিবার। তাঁর মুখের একটি অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়েছে। তখন বাতিল করতে হয় বহু কনসার্ট। কিন্তু এরপর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেন পপ তারকা। বেশ কয়েক বছর আগে সাক্ষাৎকারে হেইলি জানিয়েছিলেন, দুজনের দাম্পত্য জীবন কাটছে সিনেমার মতো। জাস্টিনের সঙ্গে তাঁর বোঝাপড়া খুব ভালো, সে কারণেই সুখে সংসার করছেন এই দম্পতি।