Dhaka শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাবা হচ্ছেন হ্যারি পটার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩
  • ২০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। ১০ বছর আগে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম হয় তাদের। তারপরে কেটে যায় অনেক বছর।

প্রায় এক দশক পর এবার নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন ড্যানিয়েল এবং তার প্রেমিকা এরিন ডার্ক। অভিনেতার মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, সন্তানসম্ভবা এরিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ছোটবেলার পছন্দের গল্পের নায়ক ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও তার প্রেমিকা এরিন ডার্ক যুগলের কোলে আসতে যাচ্ছে তাদের প্রথম সন্তান।

প্রতিবেদন বলা হয়, ২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ সিনেমাতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও এরিন ডার্ক। ওই সিনেমার শুটিংয়েই বন্ধুত্ব থেকে তাদের প্রেমের শুরু।

সম্পতি আমেরিকার একটি সংবাদ মাধ্যম পিপলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন, তারা একে অন্যের সঙ্গে ভালো আছেন।

তিনি বলেন, আমি সত্যিই একটা ভালো জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।

‘হ্যারি পটার’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান ড্যানিয়েল। তিনি সর্বশেষ ‘ওয়েয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যা গত বছর মুক্তি পায়। যুক্তরাষ্ট্রের কমেডিয়ান উইয়ার্ড আল ইয়ানকোভিচের জীবন এবং কর্মজীবন অনুসরণ করে বায়োপিকটি নির্মিত হয়।

অন্যদিকে, ড্যানিয়েলের মতো এতো জনপ্রিয়তা না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। এরিন ডার্ক অভিনয় করেছেন–‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি ও সিরিজে। সম্প্রতি প্রাইম ভিডিও সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেসেল’-এ অভিনয় করেছেন এরিন।

জনপ্রিয় খবর

আবহাওয়া

অপতথ্যের বিরুদ্ধে লড়াইয়ে নামতে ভোটারদের প্রতি আহ্বান সিইসির

বাবা হচ্ছেন হ্যারি পটার

প্রকাশের সময় : ০১:৫৪:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩

বিনোদন ডেস্ক : 

বাবা হতে চলেছেন ‘হ্যারি পটার’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ড্যানিয়েল র‌্যাডক্লিফ। ১০ বছর আগে ‘কিল ইয়োর ডার্লিংস’ ছবিতে প্রথম বার একসঙ্গে কাজ করেন ড্যানিয়েল ও এরিন। ওই ছবির সেটেই বন্ধুত্ব থেকে প্রেম হয় তাদের। তারপরে কেটে যায় অনেক বছর।

প্রায় এক দশক পর এবার নতুন সিদ্ধান্ত নিতে চলেছেন ড্যানিয়েল এবং তার প্রেমিকা এরিন ডার্ক। অভিনেতার মুখপাত্রের পক্ষ থেকে জানানো হয়, সন্তানসম্ভবা এরিন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ ছোটবেলার পছন্দের গল্পের নায়ক ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও তার প্রেমিকা এরিন ডার্ক যুগলের কোলে আসতে যাচ্ছে তাদের প্রথম সন্তান।

প্রতিবেদন বলা হয়, ২০১৩ সালে ‘কিল ইয়োর ডার্লিংস’ সিনেমাতে প্রথমবার একসঙ্গে অভিনয় করেন ড্যানিয়েল র‌্যাডক্লিফ ও এরিন ডার্ক। ওই সিনেমার শুটিংয়েই বন্ধুত্ব থেকে তাদের প্রেমের শুরু।

সম্পতি আমেরিকার একটি সংবাদ মাধ্যম পিপলকে দেওয়া সাক্ষাৎকারে ড্যানিয়েল জানিয়েছেন, তারা একে অন্যের সঙ্গে ভালো আছেন।

তিনি বলেন, আমি সত্যিই একটা ভালো জীবন পেয়েছি। আমি আমার প্রেমিকার সঙ্গে গত এক দশক ধরে আছি।

‘হ্যারি পটার’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পান ড্যানিয়েল। তিনি সর্বশেষ ‘ওয়েয়ার্ড: দ্য আল ইয়ানকোভিক স্টোরি’তে প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যা গত বছর মুক্তি পায়। যুক্তরাষ্ট্রের কমেডিয়ান উইয়ার্ড আল ইয়ানকোভিচের জীবন এবং কর্মজীবন অনুসরণ করে বায়োপিকটি নির্মিত হয়।

অন্যদিকে, ড্যানিয়েলের মতো এতো জনপ্রিয়তা না থাকলেও হলিউডে নিজের স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন আমেরিকান অভিনেত্রী এরিন ডার্ক। এরিন ডার্ক অভিনয় করেছেন–‘গুড গার্লস রিভল্ট’, ‘বিসাইড স্টিল ওয়াটার্স’, ‘মুনশাইন’-এর মতো ছবি ও সিরিজে। সম্প্রতি প্রাইম ভিডিও সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেসেল’-এ অভিনয় করেছেন এরিন।