Dhaka রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাবরের বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরিতে জয় পেল পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩
  • ২০৪ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আগে ব্যাট করলেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেন পাকিস্তান নিউজিল্যান্ডের রান তাড়ায় খেলছে। তবে ঠিক তেমনটি নয়, সেই উত্তেজনা মূলত অধিনায়ক বাবর আজমের জন্য। ইনিংসের মাত্র ২ বল বাকি থাকলেও তার সেঞ্চুরি পেতে আরও ৭ রান প্রয়োজন ছিল। কিউই অলরাউন্ডার অফ স্টাম্পের বাইরে বলটি ফেলতেই বাবর কাভারের ওপর দিয়ে সেটি সীমানাছাড়া করেন। এরপরই বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরি উদযাপনে তার শূন্যে লাফ। সেই কীর্তি গড়তে দুটি বলেই বাবর বাউন্ডারি খেলেছেন।

এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দুটি সেঞ্চুরির রেকর্ড ছিল বাবর, ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং সুইজারল্যান্ডের ফাহিম নাজিরের। এবার দুজনকেই ছাড়িয়ে গেলেন পাকিস্তানি কাপ্তান। এই প্রথম কোনো অধিনায়ক হিসেবে বাবর টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বাবর। ৯ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ বাবরের সামনে আছেন ক্রিস গেইল (২২ সেঞ্চুরি)।

Babar Azam roars after getting to his ton, Pakistan vs New Zealand, 2nd T20I, Lahore, April 15, 2023

নিউজিল্যান্ডও তাই সিরিজে সমতায় ফিরতে পারেনি। ৩৮ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। সেই ম্যাচে কিছু করতে না পারলেও এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় তুলে নেন বাবর আজম। ৫৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন পাকিস্তান অধিনায়ক।

Shadab Khan pinned Tom Latham lbw for Pakistan's first strike, Pakistan vs New Zealand, 2nd T20I, Lahore, April 15, 2023

লাহোরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯২ রান করে স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ও বাবরের উদ্বোধনী জুটি থেকেই আসে ৯৯ রান। বাবরের আগেই ফিফটি পূরণ করেন রিজওয়ান। ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করে ১১তম ওভারে ম্যাট হেনরির শিকার হন তিনি। এরপর দুই ওভার না পেরোতেই ৬ রানের ব্যবধানে আরও তিন ব্যাটারকে হারিয়ে ফেলে পাকিস্তান। কিন্তু পঞ্চম উইকেটে ইফতিখার আলমকে ৮৭ রানের জুটি গড়েন বাবর। ইনিংসের শেষ বলে চার মেরে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। অন্য প্রান্তে ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ইফতিখার। কিউইদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন হেনরি।

Matt Henry struck twice in two balls to pull Pakistan back, Pakistan vs New Zealand, 2nd T20I, Lahore, April 15, 2023

১৯৩ রানের লক্ষ্যে নেমে খুব একটা ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। কখনো জয়ের ধারেকাছেও ঘেঁষতে পারেনি। ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানেই থামে তাদের ইনিংস। ৪০ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন চাপম্যান। গত ম্যাচের মতো এবারও ৪ উইকেট নেন হারিস রউফ, খরচ করেন ২৭ রান। একটি করে শিকার ইমাদ ওয়াসিম, জামান খান ও শাদাব খানের।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (১৭ এপ্রিল) ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

জোর করে চাপিয়ে দেয়া শিক্ষা সম্ভাবনা নষ্ট করে দেয় : হাসনাত আব্দুল্লাহ

বাবরের বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরিতে জয় পেল পাকিস্তান

প্রকাশের সময় : ১২:৩০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

আগে ব্যাট করলেও এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যেন পাকিস্তান নিউজিল্যান্ডের রান তাড়ায় খেলছে। তবে ঠিক তেমনটি নয়, সেই উত্তেজনা মূলত অধিনায়ক বাবর আজমের জন্য। ইনিংসের মাত্র ২ বল বাকি থাকলেও তার সেঞ্চুরি পেতে আরও ৭ রান প্রয়োজন ছিল। কিউই অলরাউন্ডার অফ স্টাম্পের বাইরে বলটি ফেলতেই বাবর কাভারের ওপর দিয়ে সেটি সীমানাছাড়া করেন। এরপরই বিশ্বরেকর্ড গড়া সেঞ্চুরি উদযাপনে তার শূন্যে লাফ। সেই কীর্তি গড়তে দুটি বলেই বাবর বাউন্ডারি খেলেছেন।

এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে দুটি সেঞ্চুরির রেকর্ড ছিল বাবর, ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং সুইজারল্যান্ডের ফাহিম নাজিরের। এবার দুজনকেই ছাড়িয়ে গেলেন পাকিস্তানি কাপ্তান। এই প্রথম কোনো অধিনায়ক হিসেবে বাবর টি-টোয়েন্টি ফরম্যাটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন। এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও গড়েছেন বাবর। ৯ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ বাবরের সামনে আছেন ক্রিস গেইল (২২ সেঞ্চুরি)।

Babar Azam roars after getting to his ton, Pakistan vs New Zealand, 2nd T20I, Lahore, April 15, 2023

নিউজিল্যান্ডও তাই সিরিজে সমতায় ফিরতে পারেনি। ৩৮ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও জয় তুলে নিয়েছিল স্বাগতিকরা। সেই ম্যাচে কিছু করতে না পারলেও এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজের তৃতীয় তুলে নেন বাবর আজম। ৫৮ বলে ১১ চার ও ৩ ছক্কায় ১০১ রানে অপরাজিত থাকেন পাকিস্তান অধিনায়ক।

Shadab Khan pinned Tom Latham lbw for Pakistan's first strike, Pakistan vs New Zealand, 2nd T20I, Lahore, April 15, 2023

লাহোরে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৯২ রান করে স্বাগতিকরা। মোহাম্মদ রিজওয়ান ও বাবরের উদ্বোধনী জুটি থেকেই আসে ৯৯ রান। বাবরের আগেই ফিফটি পূরণ করেন রিজওয়ান। ৩৪ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫০ রান করে ১১তম ওভারে ম্যাট হেনরির শিকার হন তিনি। এরপর দুই ওভার না পেরোতেই ৬ রানের ব্যবধানে আরও তিন ব্যাটারকে হারিয়ে ফেলে পাকিস্তান। কিন্তু পঞ্চম উইকেটে ইফতিখার আলমকে ৮৭ রানের জুটি গড়েন বাবর। ইনিংসের শেষ বলে চার মেরে সেঞ্চুরি স্পর্শ করেন তিনি। অন্য প্রান্তে ১৯ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন ইফতিখার। কিউইদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন হেনরি।

Matt Henry struck twice in two balls to pull Pakistan back, Pakistan vs New Zealand, 2nd T20I, Lahore, April 15, 2023

১৯৩ রানের লক্ষ্যে নেমে খুব একটা ভালো শুরু পায়নি নিউজিল্যান্ড। কখনো জয়ের ধারেকাছেও ঘেঁষতে পারেনি। ৭ উইকেট হারিয়ে ১৫৪ রানেই থামে তাদের ইনিংস। ৪০ বলে চারটি করে চার ও ছক্কায় ৬৫ রানে অপরাজিত থাকেন চাপম্যান। গত ম্যাচের মতো এবারও ৪ উইকেট নেন হারিস রউফ, খরচ করেন ২৭ রান। একটি করে শিকার ইমাদ ওয়াসিম, জামান খান ও শাদাব খানের।

৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এরই মধ্যে ২-০ ব্যবধানে এগিয়ে গেলো পাকিস্তান। তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে সোমবার (১৭ এপ্রিল) ।