Dhaka শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বান্দরবানে নেপালের নাগরিককে কারাগার থেকে মুক্তি

বান্দরবান জেলা প্রতিনিধি : 

অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক ও সাজার মেয়াদ শেষে নেপালী নাগরিক অম্বর থাপা বুড়াকে (২৪) নেপালী দুতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বদেশ প্রত্যাবাসনের নিমিত্তে সকাল সাড়ে ১০টায় বান্দরবান কারা কর্তৃপক্ষ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করে।

কারামুক্ত আম্বর থাপা বুড়া (২৪) নেপালের কর্ণালী প্রদেশের জাজারকোট জেলার গোঘী গ্রামের দর্জিত বুড়ার ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, আম্বর থাপা বুড়াকে চলতি বছরের ২৭ মার্চ নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা বিওপি ৪৪ নম্বর পিলার সীমান্ত এলাকার ১ নম্বর ১ এস হইতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিমে চাকঢালা বিওপি হইতে আনুমানিক আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে পুলিশে সোপর্দ করে বিজিবি। পরে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। কারাভোগের পর স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে বান্দরবান কারাগারে আটক ছিলেন তিনি।

ওই বন্দির সাজার মেয়াদ শেষ হওয়ায় গত ১০ আগস্ট থেকে মুক্তিপ্রাপ্ত বন্দি (আরপি) হিসেবে স্বদেশ প্রত্যাবাসনের অপেক্ষায় কারাগারে আটক ছিলেন।

এসময় নেপাল দুতাবাসের কর্মকর্তা নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারি মিজ ইয়োজানা বামজান (Ms. Yojana Bamjan) এবং রাষ্ট্রদূতের সচিব রিয়া সেট্রি ( Ms. Reya Seatry) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৮ মার্চ অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে অম্বর থাপা বুড়ার নামে নাইক্ষ্যংছড়ি থানার মামলা করা হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ক্ষমতায় গেলে সংবিধানে আল্লাহর প্রতি আস্থা পুনর্বহাল করবে বিএনপি : সালাহউদ্দিন আহমদ

বান্দরবানে নেপালের নাগরিককে কারাগার থেকে মুক্তি

প্রকাশের সময় : ০৩:০০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

বান্দরবান জেলা প্রতিনিধি : 

অবৈধ অনুপ্রবেশের অপরাধে আটক ও সাজার মেয়াদ শেষে নেপালী নাগরিক অম্বর থাপা বুড়াকে (২৪) নেপালী দুতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) স্বদেশ প্রত্যাবাসনের নিমিত্তে সকাল সাড়ে ১০টায় বান্দরবান কারা কর্তৃপক্ষ নেপাল দূতাবাসের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করে।

কারামুক্ত আম্বর থাপা বুড়া (২৪) নেপালের কর্ণালী প্রদেশের জাজারকোট জেলার গোঘী গ্রামের দর্জিত বুড়ার ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, আম্বর থাপা বুড়াকে চলতি বছরের ২৭ মার্চ নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের চাকঢালা বিওপি ৪৪ নম্বর পিলার সীমান্ত এলাকার ১ নম্বর ১ এস হইতে আনুমানিক ১ কিলোমিটার পশ্চিমে চাকঢালা বিওপি হইতে আনুমানিক আড়াই কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তর থেকে আটক করে পুলিশে সোপর্দ করে বিজিবি। পরে অবৈধ অনুপ্রবেশের অপরাধে ৪ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয় আদালত। কারাভোগের পর স্বদেশ প্রত্যাবর্তনের অপেক্ষায় মুক্তিপ্রাপ্ত বন্দি হিসেবে বান্দরবান কারাগারে আটক ছিলেন তিনি।

ওই বন্দির সাজার মেয়াদ শেষ হওয়ায় গত ১০ আগস্ট থেকে মুক্তিপ্রাপ্ত বন্দি (আরপি) হিসেবে স্বদেশ প্রত্যাবাসনের অপেক্ষায় কারাগারে আটক ছিলেন।

এসময় নেপাল দুতাবাসের কর্মকর্তা নেপাল দূতাবাসের ২য় সেক্রেটারি মিজ ইয়োজানা বামজান (Ms. Yojana Bamjan) এবং রাষ্ট্রদূতের সচিব রিয়া সেট্রি ( Ms. Reya Seatry) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৮ মার্চ অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে অম্বর থাপা বুড়ার নামে নাইক্ষ্যংছড়ি থানার মামলা করা হয়।