বান্দরবান জেলা প্রতিনিধি :
বান্দরবানে রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড় থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৮ মে) দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়া এলাকার লিয়ান থন বমের ছেলে লাল লিয়ান বম (৩২), নন দাও বমের ছেলে সিমলিয়ান থাং বম (৩০) ও দৌখার বমের ছেলে নেমথাং বম (৪৩)।
দুপুরে উপজেলার পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। সকালে ওই এলাকায় পাহাড়ি দুই সশস্ত্র গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানান।
জানা যায়, এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শতাধিক মানুষ সেখান থেকে পালিয়ে যায়। এখন সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, এখনো জানা যায়নি। তবে স্থানীয়রা বলছেন, ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সশস্ত্র সদস্যরা এ ঘটনা ঘটিয়েছে।
কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কে এন এফ তাদের ফেসবুক পেইজে এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছে।
রোয়াংছড়ি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, রোয়াংছড়ির পাইক্ষ্যংপাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হবে। তদন্ত করে বিস্তারিত পরে জানা যাবে।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল রোয়াংছড়ি উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে খামাতংপাড়া এলাকায় দুই দফা গোলাগুলির পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটজনের লাশ উদ্ধার করে। এর আগে ১২ মার্চ পাইক্ষ্যংপাড়া রৌনিনপাড়ার মাঝামাঝি কাটাপাহাড় এলাকায় কেএনএফের সদস্যরা সেনাবাহিনীর টহলদলের ওপর অতর্কিত হামলা চালিয়ে নাজিম উদ্দিন নামে একজন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার নিহত ও দুই সেনা সদস্য আহত হয়েছিলেন।