বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটের একটি গুদাম থেকে ৬০০ বস্তা ওএমএসের সরকারি চাল জব্দ করা হয়েছে। এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে পুলিশ।
বাগেরহাটের ফকিরহাট কেরামত আলী মার্কেটে ব্যক্তিগত গুদাম থেকে ৬০০ বস্তা ওএমএসের সরকারি চাল জব্দ করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করে পুলিশ। এ সময় চাল কালোবাজারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ফকিরহাট উপজেলার কাথলী গ্রামের আশাতীত মজুমদার (২১) ও বারাশিয়া গ্রামের আব্দুর রসুল (৪৫)।
পুলিশ জানায়, বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মজুমদার ভান্ডার নামের গুদামে সরকারি খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত ৩০ কেজির ৬০০ বস্তা ওএমএসের চাল বাইরে বিক্রির উদ্দেশ্যে নুরজাহান ব্র্যান্ডের বস্তায় পরিবর্তন করা হচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সরকারি চালসহ দুজনকে গ্রেপ্তার করে।
আশাতীত মজুমদার বলেন, বগুড়ার করতোয়া চালকলের ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স আসিফ এন্টারপ্রাইজ থেকে তাঁরা ৩০ কেজি ওজনের ৬৬৭ বস্তা ওএমএসের চাল ৯ লাখ ৩৪ হাজার টাকায় কেনেন। বুধবার সকালে সেই চাল গুদামে পৌঁছালে বিভিন্ন দোকানে পাইকারি ও খুচরা বিক্রির জন্য নুরজাহান রাইস নামের একটি জনপ্রিয় ব্র্যান্ডের বস্তায় পরিবর্তনের কাজ করা হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ এসে তাঁকে এবং একজন কর্মচারীকে আটক করে। এ সময় খাদ্য অধিদপ্তরের লোগোযুক্ত সব চাল জব্দ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, রাতে অভিযান চালিয়ে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। বস্তাগুলো থানা হেফাজতে নেওয়া হচ্ছে। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।