Dhaka বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ও অফিসের দরজা-জানালা পুড়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে মূলভূখন্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের ৫ নম্বর ওয়ার্ড এলাকার চর মিয়াজান বাজরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলের শব্দ পায় তারা। এর কিছুক্ষণ পরে ইউনিয়ন বিএনপির মুল কার্যালয়ে আগুন দেখা যায়। ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটেএসে আগুন নেভায়।

এদিকে আগুনে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের ছবি ও ছবি সম্বলিত ব্যানার, টেবিল-চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারী জানায়, প্রথমে ওই এলাকার বাসিন্দা জিয়া পরিষদের সভাপতি তৈয়ব আলী বুধবার রাত আনুমানিক ১২টার দিকে তাকে মোবাইলফোনে দলীয় কার্যালয়ে আগুনের বিষয়টি জানায়। আগের দিন উপজেলায় রাজনৈতিক বিষয় নিয়ে মারামারি সংক্রান্ত একটি মামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। ওই কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

বেল্লাল ব্যাপরী বলেন, জামায়াত এক সময় আমাদের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। আসলে তাদের সঙ্গে বিরোধ নেই। কিন্তু এই চন্দ্রদ্বীপে ফেসিস্ট সরকার আমলের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদেরকে তাদের দলে আশ্রয় দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এখন তারা নানা ধরণের অপকর্মে লিপ্ত হচ্ছে। বিএপির অফিসে আগুনের ঘটনা তারই অংশ।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

শুটিং সেট থেকে পূজা চেরির ভিডিও ফাঁস

বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন

প্রকাশের সময় : ১২:৩৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

পটুয়াখালী জেলা প্রতিনিধি : 

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি সম্বলিত ব্যানার, সাইনবোর্ড ও অফিসের দরজা-জানালা পুড়ে গেছে।

বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাতে মূলভূখন্ড বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপের ৫ নম্বর ওয়ার্ড এলাকার চর মিয়াজান বাজরে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেলের শব্দ পায় তারা। এর কিছুক্ষণ পরে ইউনিয়ন বিএনপির মুল কার্যালয়ে আগুন দেখা যায়। ডাকচিৎকারে স্থানীয় লোকজন ছুটেএসে আগুন নেভায়।

এদিকে আগুনে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের ছবি ও ছবি সম্বলিত ব্যানার, টেবিল-চেয়ারসহ আসবাবপত্র পুড়ে যায়।

চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বেল্লাল ব্যাপারী জানায়, প্রথমে ওই এলাকার বাসিন্দা জিয়া পরিষদের সভাপতি তৈয়ব আলী বুধবার রাত আনুমানিক ১২টার দিকে তাকে মোবাইলফোনে দলীয় কার্যালয়ে আগুনের বিষয়টি জানায়। আগের দিন উপজেলায় রাজনৈতিক বিষয় নিয়ে মারামারি সংক্রান্ত একটি মামলার অভিযোগে সাংবাদিক সম্মেলন করা হয়েছিল। ওই কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

বেল্লাল ব্যাপরী বলেন, জামায়াত এক সময় আমাদের সঙ্গে জোটবদ্ধ রাজনীতি করেছে। আসলে তাদের সঙ্গে বিরোধ নেই। কিন্তু এই চন্দ্রদ্বীপে ফেসিস্ট সরকার আমলের আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীদেরকে তাদের দলে আশ্রয় দিয়েছে। নির্বাচনকে সামনে রেখে এখন তারা নানা ধরণের অপকর্মে লিপ্ত হচ্ছে। বিএপির অফিসে আগুনের ঘটনা তারই অংশ।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।