আন্তর্জাতিক ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কুকুর কমান্ডারকে যাকে তাকে কামড়ানোর দায়ে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কমান্ডার নামের এই দুই বছর বয়সী জার্মান শেফার্ড কুকরটিকে কোথায় পাঠানো হয়েছে তা জানানো হয়নি। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
বুধবার (৪ অক্টোবর) হোয়াইট হাউসের এক মুখপাত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা সিএনএন এ তথ্য জানায়।
সিএনএন ও অ্যাক্সিওক্স প্রতিবেদনে জানিয়েছে, ২০২১ সালে কমান্ডারকে হোয়াইট হাউসে আনা হয়েছিল। হোয়াইট হাউসে আসার পর একাধিক ব্যক্তিকে কামড়ে দেয় কুকুরটি। হোয়াইট হাউসে আসার পর কমান্ডারের কামড় দেওয়ার প্রবণতা বেড়ে যাওয়া নিয়ে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এরপরই কুকুরটিকে হোয়াইট হাউস থেকে সরিয়ে দেওয়ার ঘোষণা এল।
সিক্রেট সার্ভিস স্বীকার করেছে, এই কুকুর ১১ জনকে কামড় দিয়েছে। কিন্তু সিএনএন বলছে, এর কামড়ানোর প্রকৃত সংখ্যা আরও বেশি।
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের জনসংযোগ পরিচালক এলিজাবেথ আলেকজান্ডার এক বিবৃতিতে বলেন, হোয়াইট হাউজে যারা কাজ করেন, তাদের নিরাপত্তার বিষয়ে যত্নশীল প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি।
মার্কিন সিক্রেট সার্ভিসসহ সবাইকে ধৈর্য ধারণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেছেন, বর্তমানে কমান্ডার হোয়াইট হাউজে নেই।
তবে কোথায় তাকে নেওয়া হয়েছে সেটি জানা যায়নি। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর তাকে প্রেসিডেন্টের বাসভবনে দেখা গিয়েছিল।
২০২১ সালের ডিসেম্বরে কমান্ডারকে সবার সামনে নিয়ে আসে বাইডেন। তখন তিনি মুখে টেনিস বল নিয়ে কুকুর ছানার দৌড়ের একটি ছবি টুইট করেছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘হোয়াইট হাউজে তোমাকে স্বাগতম’।
বাইডেনের দুটি জার্মান শেফার্ড কুকুর আছে। তার অপর কুকুরের নাম মেজর। এই দুটি মধ্যে কমান্ডার বয়সে ছোট। বাইডেনের ভাই জেমস কমান্ডারকে উপহার হিসেবে দিয়েছিলেন। সূত্র: এনডিটিভি।