Dhaka বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষেও অনিশ্চিত বেন স্টোকস!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩
  • ২৩০ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

চার বছর আগে দলের সংকটের মুহূর্তে রক্ষাকর্তার ভূমিকা পালন করেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হন তিনি। এবারের বিশ্বকাপে তার খেলার কথা ছিল না। কিন্তু টিম ম্যানেজমেন্টের অনুরোধে ওয়ানডে অবসর ভেঙে ফিরেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ভোগা নিতম্বের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও তার খেলা অনিশ্চিত।

আগের ম্যাচের পর আফগানিস্তান কোচ জোনাথন ট্রট কড়া সমালোচনা করেছিলেন এই মাঠের। দলের গুরুত্বপূর্ণ সদস্য মুজিব উর রহমান ইনজুরিতে না পড়ায় স্বস্তি প্রকাশ করেছিলেন তিনি। স্বদেশী ট্রটের এমন বার্তা পেয়েই কিনা কিছুটা ভয়ে আছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। যার ফলাফল হিসেবে বাংলাদেশের বিপক্ষে বেন স্টোকসের খেলা নিয়েই আছে অনিশ্চয়তা।

আফগানিস্তানের কোচ জনাথন ট্রট নাকি নিজের ম্যাচের পরই ইংল্যান্ডের কোচিং স্টাফের কয়েকজনকে মেসেজ করে রেখেছেন। ট্রটের কাছে আউটফিল্ডের কথা জানার পর তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে হয়ত কোনো ভূমিকাতেই দেখা যাবে না।

যদিও সোমবার অনুশীলনে এসেছিলেন স্টোকস। ব্যাটিংয়েও সময় দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। একদিনে রানিংয়েও খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় স্টোকসকে। ফলে বাংলাদেশের বিপক্ষে স্টোকসের খেলার সম্ভাবনা আরও কমে এসেছে। আর স্টোকস না খেলতে পারলে বাংলাদেশের বিপক্ষেও একাদশে দেখা যেতে পারে হ্যারি ব্রুককে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (৮ আক্টোবর) ধর্মশালায় হালকা অনুশীলন করেছেন স্টোকস। ১০ দিনে প্রথমবার নেটে নেমে কোনও বোলারের মুখোমুখি হননি, সাইডআর্মের বোলিংয়ে ব্যাটিং অনুশীলন করেছেন। কিছুটা অস্বস্তি এখনও দৃশ্যমান। তাছাড়া মাঠের বাজে আউটফিল্ডও তাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে।

ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর আবারও আউটফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। এই ম্যাচে দেখা গেছে মাঠের কোথাও কোথাও ঘাস নেই। যে কারণে আউটফিল্ডের দশা ছিল করুণ। একটুর জন্য গুরুতর ইনজুরি থেকে রক্ষা পান আফগান স্পিনার মুজিব উর রহমান। বাউন্ডারি লাইনে ডাইভ দিতে গিয়ে হোঁচট খান তিনি। এই ঘটনার পর আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন, এটা খুবই হতাশাজনক। খেলার জন্য এই স্থান অসাধারণ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য এখনও উপযুক্ত নয় আউটফিল্ড। বৃষ্টির কারণে এমনটা হতে পারে… কিন্তু প্রস্তুত নয় কোনোভাবেই।

আফগানিস্তান কোচ জোনাথন ট্রটও জানিয়েছেন, মাঠের এই অবস্থায় তার খেলোয়াড়রা ডাইভ দেবেন কিনা সংশয়ে ছিলেন। গণমাধ্যমের খবর, এই ইংলিশ কোচ তার দেশের কোচিং স্টাফদের কাছে ধর্মশালার আউটফিল্ডের ব্যাপারে সতর্ক করে মেসেজ দিয়েছেন।

তাকে পরবর্তীতে বড় ম্যাচ গুলোতে খেলানোর ইচ্ছা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। স্টোকসের হাঁটুর সমস্যা নতুন কোনও ঘটনা নয়। বহুদিন ধরেই এই সমস্যায় ভুক্তভোগী সেকারণে একদিনের ক্রিকেট থেকে তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছিলেন।

তা নিয়েই অ্যাশেজে খেলেছেন। বিশ্বকাপে খেলার জন্যে অবসর ভেঙেছেন একটাই শর্তে, বল করবেন না। কিন্তু শুধু ব্যাট করার জন্যেও যে ফিটনেস দরকার ছিল সেটাও প্রথম ম্যাচে ছিল না। বাংলাদেশের বিপক্ষে তাকে ফেরানোর প্রস্তুতিই নিচ্ছিল দল। কিন্তু সেটাও হচ্ছে না।

এ নিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক সাইমন বার্নটন বাংলাদেশের বিপক্ষে স্টোকসের না খেলার কথা জানাতে গিয়ে বলেছেন, সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় চোটপ্রবণ স্টোকসকে তাই এরকম মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে ওরা হালকাভাবে নিচ্ছে না। কিন্তু স্টোকসকে সামনে বেশি প্রয়োজন।

চ্যাম্পিয়ন খেলোয়াড় স্টোকস যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। বাংলাদেশের বিপক্ষে তার অনুপস্থিতি লাল-সবুজের প্রতিনিধির জন্য ভালো খবরও বটে।

আগামী ১০ অক্টোবর ধর্মশালা স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইংল্যান্ড।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নেপালে আটকে পড়া বাংলাদেশিরা নিরাপদে আছেন : পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের বিপক্ষেও অনিশ্চিত বেন স্টোকস!

প্রকাশের সময় : ০৯:৪১:০০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০২৩

স্পোর্টস ডেস্ক : 

চার বছর আগে দলের সংকটের মুহূর্তে রক্ষাকর্তার ভূমিকা পালন করেন বেন স্টোকস। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে ফাইনালের সেরা খেলোয়াড় হন তিনি। এবারের বিশ্বকাপে তার খেলার কথা ছিল না। কিন্তু টিম ম্যানেজমেন্টের অনুরোধে ওয়ানডে অবসর ভেঙে ফিরেছেন। কিন্তু দীর্ঘদিন ধরে ভোগা নিতম্বের ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলেননি এই অলরাউন্ডার। বাংলাদেশের বিপক্ষে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও তার খেলা অনিশ্চিত।

আগের ম্যাচের পর আফগানিস্তান কোচ জোনাথন ট্রট কড়া সমালোচনা করেছিলেন এই মাঠের। দলের গুরুত্বপূর্ণ সদস্য মুজিব উর রহমান ইনজুরিতে না পড়ায় স্বস্তি প্রকাশ করেছিলেন তিনি। স্বদেশী ট্রটের এমন বার্তা পেয়েই কিনা কিছুটা ভয়ে আছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। যার ফলাফল হিসেবে বাংলাদেশের বিপক্ষে বেন স্টোকসের খেলা নিয়েই আছে অনিশ্চয়তা।

আফগানিস্তানের কোচ জনাথন ট্রট নাকি নিজের ম্যাচের পরই ইংল্যান্ডের কোচিং স্টাফের কয়েকজনকে মেসেজ করে রেখেছেন। ট্রটের কাছে আউটফিল্ডের কথা জানার পর তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে হয়ত কোনো ভূমিকাতেই দেখা যাবে না।

যদিও সোমবার অনুশীলনে এসেছিলেন স্টোকস। ব্যাটিংয়েও সময় দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। একদিনে রানিংয়েও খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় স্টোকসকে। ফলে বাংলাদেশের বিপক্ষে স্টোকসের খেলার সম্ভাবনা আরও কমে এসেছে। আর স্টোকস না খেলতে পারলে বাংলাদেশের বিপক্ষেও একাদশে দেখা যেতে পারে হ্যারি ব্রুককে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, রোববার (৮ আক্টোবর) ধর্মশালায় হালকা অনুশীলন করেছেন স্টোকস। ১০ দিনে প্রথমবার নেটে নেমে কোনও বোলারের মুখোমুখি হননি, সাইডআর্মের বোলিংয়ে ব্যাটিং অনুশীলন করেছেন। কিছুটা অস্বস্তি এখনও দৃশ্যমান। তাছাড়া মাঠের বাজে আউটফিল্ডও তাকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে।

ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের পর আবারও আউটফিল্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। এই ম্যাচে দেখা গেছে মাঠের কোথাও কোথাও ঘাস নেই। যে কারণে আউটফিল্ডের দশা ছিল করুণ। একটুর জন্য গুরুতর ইনজুরি থেকে রক্ষা পান আফগান স্পিনার মুজিব উর রহমান। বাউন্ডারি লাইনে ডাইভ দিতে গিয়ে হোঁচট খান তিনি। এই ঘটনার পর আফগানিস্তানের টিম ম্যানেজমেন্টের এক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন, এটা খুবই হতাশাজনক। খেলার জন্য এই স্থান অসাধারণ। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য এখনও উপযুক্ত নয় আউটফিল্ড। বৃষ্টির কারণে এমনটা হতে পারে… কিন্তু প্রস্তুত নয় কোনোভাবেই।

আফগানিস্তান কোচ জোনাথন ট্রটও জানিয়েছেন, মাঠের এই অবস্থায় তার খেলোয়াড়রা ডাইভ দেবেন কিনা সংশয়ে ছিলেন। গণমাধ্যমের খবর, এই ইংলিশ কোচ তার দেশের কোচিং স্টাফদের কাছে ধর্মশালার আউটফিল্ডের ব্যাপারে সতর্ক করে মেসেজ দিয়েছেন।

তাকে পরবর্তীতে বড় ম্যাচ গুলোতে খেলানোর ইচ্ছা বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের। স্টোকসের হাঁটুর সমস্যা নতুন কোনও ঘটনা নয়। বহুদিন ধরেই এই সমস্যায় ভুক্তভোগী সেকারণে একদিনের ক্রিকেট থেকে তিনি ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছিলেন।

তা নিয়েই অ্যাশেজে খেলেছেন। বিশ্বকাপে খেলার জন্যে অবসর ভেঙেছেন একটাই শর্তে, বল করবেন না। কিন্তু শুধু ব্যাট করার জন্যেও যে ফিটনেস দরকার ছিল সেটাও প্রথম ম্যাচে ছিল না। বাংলাদেশের বিপক্ষে তাকে ফেরানোর প্রস্তুতিই নিচ্ছিল দল। কিন্তু সেটাও হচ্ছে না।

এ নিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার সাংবাদিক সাইমন বার্নটন বাংলাদেশের বিপক্ষে স্টোকসের না খেলার কথা জানাতে গিয়ে বলেছেন, সামনে আরো অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় চোটপ্রবণ স্টোকসকে তাই এরকম মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলানোর ঝুঁকি নিতে চাইছে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশকে ওরা হালকাভাবে নিচ্ছে না। কিন্তু স্টোকসকে সামনে বেশি প্রয়োজন।

চ্যাম্পিয়ন খেলোয়াড় স্টোকস যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্রতিপক্ষের জন্য হুমকি। বাংলাদেশের বিপক্ষে তার অনুপস্থিতি লাল-সবুজের প্রতিনিধির জন্য ভালো খবরও বটে।

আগামী ১০ অক্টোবর ধর্মশালা স্টেডিয়ামে বেলা ১১টায় মুখোমুখি হবে বাংলাদেশ এবং ইংল্যান্ড।