Dhaka রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

আগামী মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আইসিসি ভবিষ্যৎ সফরসূচিতে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ছিল বাংলাদেশের এই সফরে। ওয়ানডে সিরিজ বাদ দিয়ে বাড়ানো হয়েছে টি-টোয়েন্টির সংখ্যা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বাংলাদেশের এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পিসিবি। লাহোর ও ফয়সালাবাদে হবে সিরিজের ম্যাচগুল।

২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টিতে। একই ভেন্যুতে ২৭ মে দ্বিতীয় ম্যাচ। শেষ তিনটি টি-টোয়েন্টি হবে লাহোরে। ৩০ মে, ১ ও ৩ জুন পর্যায়ক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (৩০ এপ্রিল) সিরিজের সূচি প্রকাশ করেছে।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। এই বৈশ্বক আসর বিবেচনায় রেখে চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপও ভারতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই অবস্থায় নিজেদের কুড়ি ওভারের ক্রিকেটেই মনযোগ দিতে চায় বাংলাদেশ-পাকিস্তান। মে মাসে এই পাঁচ টি-টোয়েন্টির পর জুলাইতে বাংলাদেশে এসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

এদিকে ফয়সালাবাদে ১৭ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সবশেষ ২০০৮ সালের ১১ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তান এই মাঠে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল। লম্বা সময় পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।

নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি ফয়সালাবাদে। তবে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই স্টেডিয়ামে। ২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর কার্যত নির্বাসনে চলে যায় পাকিস্তানের সব ভেন্যু। দীর্ঘ বিরতির পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও ফয়সালাবাদে এখনো মাঠে গড়ায়নি কোনো ম্যাচ।

জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশের বিপক্ষে সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

প্রকাশের সময় : ১০:১০:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

আগামী মাসে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ। আইসিসি ভবিষ্যৎ সফরসূচিতে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ছিল বাংলাদেশের এই সফরে। ওয়ানডে সিরিজ বাদ দিয়ে বাড়ানো হয়েছে টি-টোয়েন্টির সংখ্যা।

সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার বাংলাদেশের এই সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে পিসিবি। লাহোর ও ফয়সালাবাদে হবে সিরিজের ম্যাচগুল।

২৫ মে ফয়সালাবাদে প্রথম টি-টোয়েন্টিতে। একই ভেন্যুতে ২৭ মে দ্বিতীয় ম্যাচ। শেষ তিনটি টি-টোয়েন্টি হবে লাহোরে। ৩০ মে, ১ ও ৩ জুন পর্যায়ক্রমে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার (৩০ এপ্রিল) সিরিজের সূচি প্রকাশ করেছে।

২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। এই বৈশ্বক আসর বিবেচনায় রেখে চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপও ভারতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এই অবস্থায় নিজেদের কুড়ি ওভারের ক্রিকেটেই মনযোগ দিতে চায় বাংলাদেশ-পাকিস্তান। মে মাসে এই পাঁচ টি-টোয়েন্টির পর জুলাইতে বাংলাদেশে এসে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান।

এদিকে ফয়সালাবাদে ১৭ বছর পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সবশেষ ২০০৮ সালের ১১ এপ্রিল বাংলাদেশ ও পাকিস্তান এই মাঠে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল। লম্বা সময় পর বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।

নিরাপত্তাজনিত কারণেই ১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট হয়নি ফয়সালাবাদে। তবে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে এই স্টেডিয়ামে। ২০০৯ সালে লাহোরে পাকিস্তান সফররত শ্রীলংকা দলের ওপর সন্ত্রাসী হামলার পর কার্যত নির্বাসনে চলে যায় পাকিস্তানের সব ভেন্যু। দীর্ঘ বিরতির পর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরলেও ফয়সালাবাদে এখনো মাঠে গড়ায়নি কোনো ম্যাচ।