Dhaka বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই শাহিন-বাবর-রিজওয়ান

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ কিছু তারকাদের বাদ দিয়ে পাকিস্তান দল সাজিয়েছে। নিউজিল্যান্ড সফরে থাকা পেসার শাহীন আফ্রিদি বাদ পড়েছেন। নেই সাবেক অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ মোহাহাম্মদ রিজওয়ান আহমদেও। তাদের এবারও বাইরে রেখেছেন নির্বাচকরা।

মূলত চলতি পিএসএলের পারফরম্যান্স মূল্যায়ন করেই দল সাজানো হয়েছে। যার নেতৃত্বে সালমান আলী আগা। সহ-অধিনায়ক শাদাব খান। নতুন কোচ মাইক হেসনের অধীনে এটাই প্রথম সিরিজ।

এদিকে দল ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলমান পিএসএলে পাফফর্ম্যান্সের ভিত্তিতেই দল নির্বাচন করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন এক মাসের মধ্যে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহান।

এই সিরিজ দিয়ে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন হুসেইন তালাত। ২০২১ সালে টি-টোয়েন্টি ম্যাচটাই পাকিস্তানের জার্সিতে তালাতের সবশেষ কোনো ম্যাচ। এই সিরিজ দিয়েই ফিরছেন নাসিম শাহ, হাসান আলীর মতো পেসাররা।

১৬ সদস্যের দলে ব্যাটারদের মধ্যে আছেন ফখর জামান, সাইম আইয়্যুব, হাসান নওয়াজরা। নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে পাকিস্তানের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি হাঁকিয়ে আলোচনায় আসেন নওয়াজ। এছাড়া খুশদিল শাহ, ফাহিম আশরাফরাও দলে জায়গা পেয়েছেন। দলে আছেন স্পিনার আবরার আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের দল

সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।

জনপ্রিয় খবর

আবহাওয়া

রাকিবের গোলে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা, নেই শাহিন-বাবর-রিজওয়ান

প্রকাশের সময় : ১২:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বেশ কিছু তারকাদের বাদ দিয়ে পাকিস্তান দল সাজিয়েছে। নিউজিল্যান্ড সফরে থাকা পেসার শাহীন আফ্রিদি বাদ পড়েছেন। নেই সাবেক অধিনায়ক বাবর আজম ও অভিজ্ঞ মোহাহাম্মদ রিজওয়ান আহমদেও। তাদের এবারও বাইরে রেখেছেন নির্বাচকরা।

মূলত চলতি পিএসএলের পারফরম্যান্স মূল্যায়ন করেই দল সাজানো হয়েছে। যার নেতৃত্বে সালমান আলী আগা। সহ-অধিনায়ক শাদাব খান। নতুন কোচ মাইক হেসনের অধীনে এটাই প্রথম সিরিজ।

এদিকে দল ঘোষণা করে দেওয়া এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, চলমান পিএসএলে পাফফর্ম্যান্সের ভিত্তিতেই দল নির্বাচন করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন এক মাসের মধ্যে ৪ সেঞ্চুরি করে আলোচনায় আসা ওপেনার সাহিবজাদা ফারহান।

এই সিরিজ দিয়ে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন হুসেইন তালাত। ২০২১ সালে টি-টোয়েন্টি ম্যাচটাই পাকিস্তানের জার্সিতে তালাতের সবশেষ কোনো ম্যাচ। এই সিরিজ দিয়েই ফিরছেন নাসিম শাহ, হাসান আলীর মতো পেসাররা।

১৬ সদস্যের দলে ব্যাটারদের মধ্যে আছেন ফখর জামান, সাইম আইয়্যুব, হাসান নওয়াজরা। নিউজিল্যান্ড সিরিজে ব্যাট হাতে পাকিস্তানের হয়ে দ্রুততম টি-টোয়েন্টি হাঁকিয়ে আলোচনায় আসেন নওয়াজ। এছাড়া খুশদিল শাহ, ফাহিম আশরাফরাও দলে জায়গা পেয়েছেন। দলে আছেন স্পিনার আবরার আহমেদ।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের দল

সালমান আলী আঘা (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, ইরফান খান, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুব।