Dhaka রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ২৩৮ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন দিলশান মাদুশঙ্কা। এরপর কেটে গেছে কয়েক মাস। ছিলেন না চলতি বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে, জায়গা মেলেনি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আবারও লঙ্কান ওয়ানডে দলে ফিরলেন বাঁহাতি এই পেসার।

শুক্রবার (২৭ জুন) আসন্ন এই সিরিজেকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

স্কোয়াডে ফিরেছেন মাদুশঙ্কা তবে বাদ পড়েছেন নুয়ান্দো ফার্নান্দো ও মোহাম্মদ সিরাজ। চোট কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠায় জায়গা হয়নি লাহিরু কুমারারও।

নতুন মুখ হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন মিলান রত্নায়েকে। গলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও তার মাঠে নামা নির্ভর করছে ফিটনেসের ওপর।

পেস বোলিং বিভাগে মিলান ছাড়াও আছেন আসিথা ফার্নান্দো, মাদুশঙ্কা ও এসান মালিঙ্গা। চার পেসারের সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে সমানসংখ্যক বিশেষজ্ঞ স্পিনার। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সঙ্গে আছেন মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে ও জেফ্রি ভ্যান্ডারসে। অতিরিক্ত স্পিন বিকল্প হিসেবে হাত ঘোরাতে পারেন চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিসও।

টেস্ট সিরিজ শেষে কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ২ ও ৫ জুলাই হবে প্রথম দুই ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়াল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে (ফিটনেসের উপর নির্ভর করছে), দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো এবং এসান মালিঙ্গা।

জনপ্রিয় খবর

আবহাওয়া

ইতিহাস থেকে শিক্ষা না নিলে বিদেশে-অনলাইনে পরে থাকতে হবে : তারেককে ইঙ্গিত করে পাটওয়ারী

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার

প্রকাশের সময় : ০৬:৩৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

স্পোর্টস ডেস্ক : 

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। গত বছরের নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষবার জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলেছিলেন দিলশান মাদুশঙ্কা। এরপর কেটে গেছে কয়েক মাস। ছিলেন না চলতি বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে, জায়গা মেলেনি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আবারও লঙ্কান ওয়ানডে দলে ফিরলেন বাঁহাতি এই পেসার।

শুক্রবার (২৭ জুন) আসন্ন এই সিরিজেকে সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

স্কোয়াডে ফিরেছেন মাদুশঙ্কা তবে বাদ পড়েছেন নুয়ান্দো ফার্নান্দো ও মোহাম্মদ সিরাজ। চোট কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠায় জায়গা হয়নি লাহিরু কুমারারও।

নতুন মুখ হিসেবে স্কোয়াডে যুক্ত হয়েছেন মিলান রত্নায়েকে। গলে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। তাই ওয়ানডে স্কোয়াডে জায়গা পেলেও তার মাঠে নামা নির্ভর করছে ফিটনেসের ওপর।

পেস বোলিং বিভাগে মিলান ছাড়াও আছেন আসিথা ফার্নান্দো, মাদুশঙ্কা ও এসান মালিঙ্গা। চার পেসারের সঙ্গে স্কোয়াডে রাখা হয়েছে সমানসংখ্যক বিশেষজ্ঞ স্পিনার। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। সঙ্গে আছেন মাহিশ থিকশানা, দুনিথ ওয়াল্লালাগে ও জেফ্রি ভ্যান্ডারসে। অতিরিক্ত স্পিন বিকল্প হিসেবে হাত ঘোরাতে পারেন চারিথ আসালাঙ্কা ও কামিন্দু মেন্ডিসও।

টেস্ট সিরিজ শেষে কলম্বোতেই শুরু হবে ওয়ানডে সিরিজ। প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী ২ ও ৫ জুলাই হবে প্রথম দুই ম্যাচ। তৃতীয় ও শেষ ওয়ানডে ৮ জুলাই পাল্লেকেলেতে। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াড

চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়াল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে (ফিটনেসের উপর নির্ভর করছে), দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো এবং এসান মালিঙ্গা।