Dhaka সোমবার, ১৪ জুলাই ২০২৫, ২৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে চাহিদার চেয়েও বেশি অকটেন-পেট্রোল রয়েছে : প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ১৮৮ জন দেখেছেন

রিজার্ভ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে সবাইকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে যে রিজার্ভ রয়েছে তাতে ছয় থেকে নয় মাসের খাদ্য কেনা যাবে বলে জানান তিনি।

বুধবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইন্সিটিটিউট মিলনায়তনে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক। কিন্তু, অকটেন আর পেট্রোল আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি, সেখান থেকে বাই-প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং, আমাদের অকটেনের যতটুকু চাহিদা, তার চেয়ে অনেক বেশি পেট্রোল ও অকটেন রয়েছে। আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাঁরা অনেক বেশি জ্ঞানী তো, তাঁদের জ্ঞানের ভাণ্ডার এতো বেশি যে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তাঁরা ভুলে যান। উল্টোপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়েছে। বাংলাদেশ যাতে বিপদে না পড়ে, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছে সরকার।’ দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তার সবই করবেন বলে উল্লেখ করেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে আরও ৫৬ হাজার ঘর নির্মাণ করা হচ্ছে। এ কাজ শেষ হলে আর একটি মানুষও গৃহহীন থাকবে না।’ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মানুষকে সচেতন করতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগকে আজ এটাই বলবো তোমাদের কাজ হবে আমরা যে মানুষের জন্য কাজ করে যাচ্ছি, যে উন্নতি দেশের হয়েছে, শিক্ষার দ্বার অবারিত হয়েছে, বহুমুুখি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছি সেই সাথে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি- এসব দেশবাসীর সামনে তুলে ধরা। আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করেছি, গ্রামে গ্রামে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে ডিজিটাল ব্যবস্থপনায় মানুষের ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ফ্রিলান্সার সৃষ্টি হয়েছে। বেকারদের ব্যাপক কর্মসংস্থান হয়েছে, রাস্তাÑঘাট, পুল, ব্রীজ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছি- এই উন্নয়নের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেকটি অঞ্চলে গিয়ে মানুষের কাছে বার বার বলতে হবে। কে কি বললো সেদিকে কর্ণপাত করার কোন দরকার নেই। আমরা কি করেছি তা মানুষের কাছে তুলে ধরতে পারলে সেটাই হবে আসল জবাব।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

স্বেচ্ছাসেবক লীগের গত এক বছরের কর্মকান্ড এবং সদ্য প্রয়াত দলটির সাবেক সভাপতি নির্মল রঞ্জন গুহের ওপর দু’টি পৃথক ভিডিও চিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘স্বেচ্ছাসেবার ১ বছর’ শীর্ষক প্রকটি প্রকাশনার মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

জনপ্রিয় খবর

আবহাওয়া

নৌকা তৈরিতেই ফিরছে আগৈলঝাড়ার অর্ধ শতাধিক পরিবারের সচ্ছলতা

বাংলাদেশে চাহিদার চেয়েও বেশি অকটেন-পেট্রোল রয়েছে : প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৫১:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২

রিজার্ভ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে সবাইকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে যে রিজার্ভ রয়েছে তাতে ছয় থেকে নয় মাসের খাদ্য কেনা যাবে বলে জানান তিনি।

বুধবার (২৭ জুলাই) স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর কৃষিবিদ ইন্সিটিটিউট মিলনায়তনে গণভবন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, ‘ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক। কিন্তু, অকটেন আর পেট্রোল আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি, সেখান থেকে বাই-প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং, আমাদের অকটেনের যতটুকু চাহিদা, তার চেয়ে অনেক বেশি পেট্রোল ও অকটেন রয়েছে। আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘তাঁরা অনেক বেশি জ্ঞানী তো, তাঁদের জ্ঞানের ভাণ্ডার এতো বেশি যে, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস তাঁরা ভুলে যান। উল্টোপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে চান।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্বের প্রতিটি দেশ বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হয়েছে। বাংলাদেশ যাতে বিপদে না পড়ে, তার জন্য আগে থেকেই ব্যবস্থা নিয়েছে সরকার।’ দেশের মানুষের মৌলিক চাহিদা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তার সবই করবেন বলে উল্লেখ করেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পে আরও ৫৬ হাজার ঘর নির্মাণ করা হচ্ছে। এ কাজ শেষ হলে আর একটি মানুষও গৃহহীন থাকবে না।’ বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রেক্ষাপটে মানুষকে সচেতন করতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, স্বেচ্ছাসেবক লীগকে আজ এটাই বলবো তোমাদের কাজ হবে আমরা যে মানুষের জন্য কাজ করে যাচ্ছি, যে উন্নতি দেশের হয়েছে, শিক্ষার দ্বার অবারিত হয়েছে, বহুমুুখি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি, প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, কারিগরি শিক্ষার ব্যবস্থা করেছি সেই সাথে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি- এসব দেশবাসীর সামনে তুলে ধরা। আমরা মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপন করেছি, গ্রামে গ্রামে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দেয়ার মাধ্যমে ডিজিটাল ব্যবস্থপনায় মানুষের ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, ফ্রিলান্সার সৃষ্টি হয়েছে। বেকারদের ব্যাপক কর্মসংস্থান হয়েছে, রাস্তাÑঘাট, পুল, ব্রীজ নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটিয়েছি- এই উন্নয়নের কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে। প্রত্যেকটি অঞ্চলে গিয়ে মানুষের কাছে বার বার বলতে হবে। কে কি বললো সেদিকে কর্ণপাত করার কোন দরকার নেই। আমরা কি করেছি তা মানুষের কাছে তুলে ধরতে পারলে সেটাই হবে আসল জবাব।

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

স্বেচ্ছাসেবক লীগের গত এক বছরের কর্মকান্ড এবং সদ্য প্রয়াত দলটির সাবেক সভাপতি নির্মল রঞ্জন গুহের ওপর দু’টি পৃথক ভিডিও চিত্র অনুষ্ঠানে প্রদর্শন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘স্বেচ্ছাসেবার ১ বছর’ শীর্ষক প্রকটি প্রকাশনার মোড়কও উন্মোচন করেন প্রধানমন্ত্রী।