আন্তর্জাতিক ডেস্ক :
বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে যুক্তরাষ্ট্রের ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার দেওয়া নিয়ে ফের মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার দেওয়া হয়েছিল যেন তারা ‘উগ্র বাম কমিউনিস্টদের’ ভোট দিতে পারে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) অংশ নিয়ে এসব কথা বলেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, বাংলাদেশকে দেওয়া এই অর্থ একটি অখ্যাত প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছিল। এই প্রতিষ্ঠানটি যে দুই কোটি ৯০ লাখ ডলার পেয়েছে, তা দেখে তিনি বিস্ময় প্রকাশ করেন এবং বলেন, কল্পনা করুন, একটি ছোট প্রতিষ্ঠান যা সাধারণত তেমন পরিচিত নয়, একদিন যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে বিশাল অঙ্কের এই অর্থ পেয়েছে।
এছাড়া, ট্রাম্প ভারত এবং নেপাল নিয়েও সমালোচনা করেছেন। ভারতীয় নির্বাচনের জন্য ১৮ মিলিয়ন ডলার খরচের বিষয়টি নিয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন মার্কিন সরকার বিদেশী নির্বাচনে সহায়তা দিচ্ছে, এর পরিবর্তে তাদের নিজের নির্বাচনে সহায়তা করা উচিত। নেপালের জীববৈচিত্র সংরক্ষণের জন্য ১৯ মিলিয়ন ডলার এবং এশিয়ার শিক্ষার উন্নতির জন্য ৪৭ মিলিয়ন ডলার খরচের বিষয়টিও তিনি সমালোচনা করেন।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক সহায়তা বা নির্বাচনের সিস্টেম শক্তিশালী করা গুরুত্বপূর্ণ, আর এ ধরনের সহায়তা বিদেশে দেওয়া যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।