Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে অবস্থানরত বিদেশীদেরও বিমানবন্দরে করোনা সনদ লাগবে

যেসব বিদেশী নাগরিক ১৪ দিন বা তার বেশি সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করেছেন, বিদেশ ভ্রমণের জন্য তাদেরকেও কভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত সনদ দাখিল করতে হবে। এ সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে।

বুধবার (২২ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

 

বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, বিদেশী নাগরিকদেরকেও দেশের ১৪টি জেলার সিভিল সার্জন নির্ধারিত স্থানে বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা বা তার কম সময় বাকি থাকতে উপস্থিত হয়ে কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে৷

তবে দেশী ও বিদেশী নাগরিক উভয়ের ক্ষেত্রেই ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য কভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক নয়৷ এছাড়া বিদেশী নাগরিকদের মধ্যে কূটনৈতিক মিশন এবং জাতিসংঘ ও তার অঙ্গ সংগঠনে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে করোনা সদন দেয়ার বাধ্যবাধকতার নিয়ম প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য কভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত সনদ দাখিলের বাধ্যবাধকতা আজ ২৩ জুলাই থেকে কার্যকর হচ্ছে৷

 

বেবিচক বিজ্ঞপ্তিতে আরো বলেছে, দুবাই/আবুধাবি/শারজাহতে ভ্রমণ বা ট্রানজিট না করলে তাদের জন্য বিদেশ ভ্রমণের আগে কভিড-১৯ পরীক্ষা করে সনদ দাখিলের বাধ্যবাধকতা নেই বলেই আমরা জানিয়ে দিয়েছিলাম৷

কিন্তু নতুন নিয়মে আগামী ২৬ জুলাই বা তার পরে ভ্রমণ করতে হলে তাদেরকেও কভিড-১৯ পরীক্ষা করে বিমানবন্দরে আসতে হবে।

Tag :
জনপ্রিয় খবর

আবহাওয়া

মিটফোর্ড হত্যাকাণ্ড : আসামি টিটন গাজী ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশে অবস্থানরত বিদেশীদেরও বিমানবন্দরে করোনা সনদ লাগবে

প্রকাশের সময় : ০৫:৪১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০

যেসব বিদেশী নাগরিক ১৪ দিন বা তার বেশি সময়ের জন্য বাংলাদেশে অবস্থান করেছেন, বিদেশ ভ্রমণের জন্য তাদেরকেও কভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত সনদ দাখিল করতে হবে। এ সিদ্ধান্ত আগামী ২৬ জুলাই থেকে কার্যকর হবে।

বুধবার (২২ জুলাই) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে।

 

বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, বিদেশী নাগরিকদেরকেও দেশের ১৪টি জেলার সিভিল সার্জন নির্ধারিত স্থানে বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা বা তার কম সময় বাকি থাকতে উপস্থিত হয়ে কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে হবে৷

তবে দেশী ও বিদেশী নাগরিক উভয়ের ক্ষেত্রেই ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য কভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক নয়৷ এছাড়া বিদেশী নাগরিকদের মধ্যে কূটনৈতিক মিশন এবং জাতিসংঘ ও তার অঙ্গ সংগঠনে কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে করোনা সদন দেয়ার বাধ্যবাধকতার নিয়ম প্রযোজ্য হবে না।

উল্লেখ্য, বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য কভিড-১৯ পরীক্ষা সংক্রান্ত সনদ দাখিলের বাধ্যবাধকতা আজ ২৩ জুলাই থেকে কার্যকর হচ্ছে৷

 

বেবিচক বিজ্ঞপ্তিতে আরো বলেছে, দুবাই/আবুধাবি/শারজাহতে ভ্রমণ বা ট্রানজিট না করলে তাদের জন্য বিদেশ ভ্রমণের আগে কভিড-১৯ পরীক্ষা করে সনদ দাখিলের বাধ্যবাধকতা নেই বলেই আমরা জানিয়ে দিয়েছিলাম৷

কিন্তু নতুন নিয়মে আগামী ২৬ জুলাই বা তার পরে ভ্রমণ করতে হলে তাদেরকেও কভিড-১৯ পরীক্ষা করে বিমানবন্দরে আসতে হবে।