স্পোর্টস ডেস্ক :
ওয়েস্ট ইন্ডিজ মেয়েদের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর টি-টুয়েন্টি সিরিজে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল। দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে নেমেছিল বাংলাদেশের মেয়েরা। ব্যাটে-বলে বিবর্ণ দিনে ১০৬ রানের বড় হারে এক ম্যাচ হাতে রেখে সিরিজই হাতছাড়া করেছেন নিগার সুলতানা জ্যোতিরা। তিন ম্যাচের সিরিজে ২-০তে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সেন্ট কিটসে টস জিতে উইন্ডিজকে ব্যাটে পাঠান টাইগ্রেস অধিনায়ক জ্যোতি। মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০১ রানের বড় সংগ্রহ গড়ে হেইলি ম্যাথিউসের দল। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।
টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ান নারীদের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড এটি। পাশাপাশি এক ম্যাচ বাকি রেখেই তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে তারা। অন্যদিকে, এই সংস্করণে বাংলাদেশের এটি দ্বিতীয় বৃহত্তম হারের নজির।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে ৫.৩ ওভারে ৫৩ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজ। অধিনায়ক হেইলি ম্যাথিউস ১৮ বলে ছয়টি চারের সাহায্যে ২৭ রান করে বোল্ড হন রাবেয়া খানের ডেলিভারিতে। শিমেইন ক্যাম্পবেল আউট হন ১০ বলে ১১ রানে। তবে চলতে থাকে ওপেনার কিয়ানা জোসেফের আক্রমণাত্মক ব্যাটিং। তার সঙ্গে জুটি বেঁধে তরতর করে রান বাড়াতে থাকেন চারে নামা ডেন্ড্রা ডটিন।
তৃতীয় উইকেটে দুজনের জুটিতে ৬৩ রান আসে মাত্র ২৭ বলে। রাবেয়ার বলে ৬৩ রানে স্টাম্পিংয়ের শিকার হন জোসেফ। ৩৬ বল খেলে নয়টি চারের সঙ্গে দুটি ছক্কা মারেন তিনি। অভিজ্ঞ ডটিন তাণ্ডব চালিয়ে খেলেন ৪৯ রানের ইনিংস। মাত্র ২০ বলে তিনটি চারের পাশাপাশি পাঁচটি ছক্কা হাঁকান তিনি। স্বর্ণা আক্তারের বলে ক্যাচ নিয়ে ডটিনকে থামান লতা মণ্ডল।
ওয়েস্ট ইন্ডিজের পুঁজি দুইশ পেরিয়ে যায় শাবিকা গাজনাবির কল্যাণে। তিনি ১২ বলে তিনটি চারে অপরাজিত ২৪ রান করেন। বাংলাদেশের পক্ষে স্পিনার ফাহিমা খাতুন ৩ উইকেট নেন ৩৮ রানে। সতীর্থদের রান খরচের মাঝে আঁটসাঁট থাকা রাবেয়া ২৬ রানে পান ২ উইকেট।
ম্যাচের মাঝপথে অর্থাৎ স্বাগতিকদের ইনিংস শেষেই ফলাফল কী হবে তার আন্দাজ পাওয়া যায়। ঘটেও সেটাই। বোলিংয়ের পর বাংলাদেশের ব্যাটিংও হয় চূড়ান্ত বাজে। শারমিন আক্তারের ব্যাট থেকে আসে ২৫ বলে সর্বোচ্চ ২২ রান। অধিনায়ক জ্যোতি ১০ রান করতে খেলেন ১৯ বল। এছাড়া, দুই অঙ্কে পৌঁছানো স্বর্ণা ১৫ বলে ১৬ ও লতা ৩১ বলে ১৩ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় শুরু হবে একই ভেন্যুতে।