Dhaka শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ দক্ষতার সঙ্গে কূটনীতিকদের নিরাপত্তা দিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : 

অনেক দেশের তুলনায় বাংলাদেশ দক্ষতার সঙ্গে কূটনীতিকদের নিরাপত্তা দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসে প্রতিমন্ত্রী একথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা অনেক ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের বেশ ভালো মানের নিরাপত্তা দেওয়া হয়। তাদের অব্যাহতভাবে এ মানের নিরাপত্তা দেওয়া হবে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করেন শাহরিয়ার আলম। ব্রিফিংয়ে কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিলের প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চান সাংবাদিকরা।

জবাবে শাহরিয়ার আলম বলেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমাদের হাতে প্রচুর কাজ আছে। আমরা এ বিষয়ে কোনো প্রশ্ন বা এনগেজমেন্টে যেতে চাচ্ছি না। ইটস নট এ ইস্যু। এটা আমাদের নিয়মিত কার্যপরিধির একটা অংশ এবং সবাইকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।

তিনি বলেন, আমরা খুবই অবগত এবং এটাই আমাদের লাস্ট ওয়ার্ড। কূটনীতিকদের নিরাপত্তা পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে, দক্ষতার সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে।

শাহরিয়ার আলম বলেন, ক্যাপ্টেন মইন আহমেদকে আইএমওর মহাপরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার সমর্থন দিয়েছে সরকার। তার পক্ষে ভোট চাইতেই বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রদূতদের ডাকা হয়েছিল।

ব্রিফিংয়ে কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশ অনেক দেশের চেয়ে দক্ষভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

এ সময় রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ মুহূর্তে আর উত্তর দেয়ার কিছু নেই। এ ছাড়া রাষ্ট্রদূতরা গাড়িতে পতাকা তুলতে পারবে না এমন কোনো নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই বলে জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বক্তব্যের মূল্যায়ন করার সক্ষমতা আমার নেই।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে ওই বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়।

জনপ্রিয় খবর

আবহাওয়া

আমতলী-তালতলী আঞ্চলিক সড়ক বেহাল, দুর্ভোগে স্থানীয়রা

বাংলাদেশ দক্ষতার সঙ্গে কূটনীতিকদের নিরাপত্তা দিয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:২০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

নিজস্ব প্রতিবেদক : 

অনেক দেশের তুলনায় বাংলাদেশ দক্ষতার সঙ্গে কূটনীতিকদের নিরাপত্তা দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে এসে প্রতিমন্ত্রী একথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের নিরাপত্তা অনেক ভালোভাবে এবং দক্ষতার সঙ্গে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। পৃথিবীর অনেক দেশের চেয়ে বাংলাদেশে বিদেশি কূটনীতিকদের বেশ ভালো মানের নিরাপত্তা দেওয়া হয়। তাদের অব্যাহতভাবে এ মানের নিরাপত্তা দেওয়া হবে।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে প্রচারণার অংশ হিসেবে ঢাকায় কর্মরত কূটনীতিকদের ব্রিফ করেন শাহরিয়ার আলম। ব্রিফিংয়ে কূটনীতিকদের অতিরিক্ত নিরাপত্তা বাতিলের প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চান সাংবাদিকরা।

জবাবে শাহরিয়ার আলম বলেন, এটা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আমাদের হাতে প্রচুর কাজ আছে। আমরা এ বিষয়ে কোনো প্রশ্ন বা এনগেজমেন্টে যেতে চাচ্ছি না। ইটস নট এ ইস্যু। এটা আমাদের নিয়মিত কার্যপরিধির একটা অংশ এবং সবাইকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে আর কোনো কথা বলতে চাই না।

তিনি বলেন, আমরা খুবই অবগত এবং এটাই আমাদের লাস্ট ওয়ার্ড। কূটনীতিকদের নিরাপত্তা পৃথিবীর অনেক দেশের চেয়ে অনেক ভালোভাবে, দক্ষতার সঙ্গে আমাদের নিরাপত্তা বাহিনী, সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় অব্যাহতভাবে দিয়ে যাচ্ছে, ভবিষ্যতেও দিয়ে যাবে।

শাহরিয়ার আলম বলেন, ক্যাপ্টেন মইন আহমেদকে আইএমওর মহাপরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতার সমর্থন দিয়েছে সরকার। তার পক্ষে ভোট চাইতেই বৃহস্পতিবার (১৮ মে) রাষ্ট্রদূতদের ডাকা হয়েছিল।

ব্রিফিংয়ে কূটনীতিকদের বাড়তি নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কূটনীতিকদের নিরাপত্তায় বাংলাদেশ অনেক দেশের চেয়ে দক্ষভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

এ সময় রাষ্ট্রদূতদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট প্রশ্নের উত্তর দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ মুহূর্তে আর উত্তর দেয়ার কিছু নেই। এ ছাড়া রাষ্ট্রদূতরা গাড়িতে পতাকা তুলতে পারবে না এমন কোনো নির্দেশনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেই বলে জানান তিনি।

মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বক্তব্যের মূল্যায়ন করার সক্ষমতা আমার নেই।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) মহাসচিব পদে বাংলাদেশের প্রার্থিতা নিয়ে প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন দেশের কূটনীতিকদের নিয়ে ওই বৈঠকে বসে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জাপান, সৌদি আরব, রাশিয়া, কানাডা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, কাতার, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ফিলিপাইনের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়।