নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ও চীনের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে দেশটির উহু হুয়ানঝু থেকে কার্গো ফ্লাইট পরিচালনা শুরু করেছে সেন্ট্রাল এয়ারলাইন্স কোম্পানি লিমিটেড।
মঙ্গলবার (০১ জুলাই) চীনের উহু হুয়ানঝু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গার্মেন্টসের কাঁচামাল নিয়ে দুপুরে ঢাকা বিমানবন্দরে অবতরণ করেছে কার্গো ফ্লাইটটি।
এ রুটে প্রতি সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালিত হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বলে জানান সেভ এভিয়েশন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল ইসলাম বেপারী।
তিনি বলেন, এর আগেও সেন্ট্রাল এয়ারলাইন্স শেনঝেন বাওআন আন্তর্জাতিক বিমানবন্দরের সাথে সাপ্তাহিক গড়ে ৪টি ফ্লাইট পরিচালনা করত।
এবার এ রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে উভয় দেশের বাণিজ্যিক সংযোগ আরও গতিশীল হবে এবং সময়মতো পণ্য পরিবহন নিশ্চিত হবে বলেও জানান তিনি।