Dhaka শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৮৭ জন দেখেছেন

স্পোর্টস ডেস্ক : 

তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্পন্সর হিসেবে আবারও যুক্ত হলো রবি আজিয়াটা লিমিটেড। সাড়ে তিন বছরের জন্য টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে রবির সঙ্গে পুনরায় সম্পর্ক হওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চুক্তির শর্ত অনুসারে, প্রতিদ্বন্দ্বী কোনো টেলিকম সেবা প্রদানকারী ব্র্যান্ডের সঙ্গে নতুন করে চুক্তি করতে পারবেন না ক্রিকেটাররা। তবে আগে যেসব চুক্তি হয়েছে, সেগুলোর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলবে। সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি আছে গ্রামীণ ফোনের।

রবির এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, ‘এ দেশের ক্রিকেটের অনেক “প্রথম” সাফল্যের সঙ্গে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির “পারবে তুমিও” চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের কোনো স্পন্সর ছিল না। এরপর দুটি সিরিজ টাইগাররা খেলেছে স্পন্সর ছাড়াই। অবশেষে নতুন স্পন্সর পেয়ে বেশ ঘটা করেই নাম ঘোষণা করলো বিসিবি।

রবির সঙ্গে বিসিবির সাড়ে তিন বছরের চুক্তি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত থাকবে চুক্তির মেয়াদ।

রবির সম্মতি নিয়ে চুক্তির অঙ্কটাও প্রকাশ করেছে বিসিবি। জানিয়েছে, রবির সঙ্গে তাদের ৫০ কোটি টাকার চুক্তি হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ। ছিলেন বিসিবির পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

এদিকে চুক্তিতে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা রবির সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবে না।

২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত দুই দফায় জাতীয় দলের স্পন্সরের ভূমিকা পালন করেছে টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠানটি। তবে দ্বিতীয় মেয়াদে শেষটা অবশ্য ভালো হয়নি দুই পক্ষের। শর্ত পূরণ না করতে পারায় মেয়াদ শেষ হবার আগেই সম্পর্ক ছিন্ন হয় দুই পক্ষের।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চাঁদাবাজি নয়, ভাঙারি দোকান দখল দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড: ডিএমপি

বাংলাদেশ ক্রিকেট দলের স্পন্সর রবি

প্রকাশের সময় : ০৯:৩১:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪

স্পোর্টস ডেস্ক : 

তৃতীয়বারের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে স্পন্সর হিসেবে আবারও যুক্ত হলো রবি আজিয়াটা লিমিটেড। সাড়ে তিন বছরের জন্য টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি করেছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে রবির সঙ্গে পুনরায় সম্পর্ক হওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

চুক্তির শর্ত অনুসারে, প্রতিদ্বন্দ্বী কোনো টেলিকম সেবা প্রদানকারী ব্র্যান্ডের সঙ্গে নতুন করে চুক্তি করতে পারবেন না ক্রিকেটাররা। তবে আগে যেসব চুক্তি হয়েছে, সেগুলোর মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলবে। সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি আছে গ্রামীণ ফোনের।

রবির এমডি ও সিইও রাজীব শেঠি বলেন, ‘এ দেশের ক্রিকেটের অনেক “প্রথম” সাফল্যের সঙ্গে রবির নামটি যুক্ত। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রবির “পারবে তুমিও” চেতনায় উদ্দীপ্ত হয়ে টাইগাররা আগামীতেও বিশ্বমঞ্চে আরও বড় বড় সাফল্য বাংলাদেশের জন্য নিয়ে আসবে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আবারও নিবিড়ভাবে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে রবি গর্বিত। সব বাধা পেরিয়ে সামনে এগোনোর এ রোমাঞ্চকর যাত্রায় রবিকে সব সময় পাশে পাবে বাংলাদেশ ক্রিকেট।’

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘জাতীয় দলের স্পন্সর হিসেবে রবির মতো প্রতিষ্ঠানকে পাশে পেয়ে বিসিবি আনন্দিত। এ পার্টনারশিপের মাধ্যমে সামনের দিনে বাংলাদেশের ক্রিকেট নতুন উচ্চতায় পৌঁছে যাবে বলে আমরা প্রত্যাশা করি।’

গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ দলের কোনো স্পন্সর ছিল না। এরপর দুটি সিরিজ টাইগাররা খেলেছে স্পন্সর ছাড়াই। অবশেষে নতুন স্পন্সর পেয়ে বেশ ঘটা করেই নাম ঘোষণা করলো বিসিবি।

রবির সঙ্গে বিসিবির সাড়ে তিন বছরের চুক্তি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত থাকবে চুক্তির মেয়াদ।

রবির সম্মতি নিয়ে চুক্তির অঙ্কটাও প্রকাশ করেছে বিসিবি। জানিয়েছে, রবির সঙ্গে তাদের ৫০ কোটি টাকার চুক্তি হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠি, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা শিহাব আহমাদ। ছিলেন বিসিবির পরিচালক ও বিসিবির মিডিয়া কমিটির প্রধান তানভীর আহমেদ, বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।

এদিকে চুক্তিতে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা রবির সঙ্গে সাংঘর্ষিক কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারবে না।

২০১৫ সাল থেকে ২০১৮ পর্যন্ত দুই দফায় জাতীয় দলের স্পন্সরের ভূমিকা পালন করেছে টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠানটি। তবে দ্বিতীয় মেয়াদে শেষটা অবশ্য ভালো হয়নি দুই পক্ষের। শর্ত পূরণ না করতে পারায় মেয়াদ শেষ হবার আগেই সম্পর্ক ছিন্ন হয় দুই পক্ষের।