Dhaka মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বর্ষবরণে আতশবাজি, পটকা বা ফানুশ উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করলেন তারকারা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ২০১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক : 

আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসাব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় সবাই। নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হচ্ছেন তারকারা। নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি সতর্কতা অবলম্বন করার বার্তাও দিচ্ছেন তাঁরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্ত ও অনুরাগীদের আতশবাজি বা পটকা, ফানুশ উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন বেশ কয়েকজন তারকা।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এক ভিডিও বার্তায় বলেন ,নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়।

যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।

জীবের প্রতি এই অভিনেত্রীর প্রেম-ভালোবাসার কথা প্রায় সবাই জানেন।

ভিডিও বার্তায় সবার উদ্দেশে জয়া বলেন, রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী- প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এক পোস্টে লিখেছেন, ‘নতুন বছরটা আতশবাজি না ফুটিয়ে, ফানুস না উড়িয়ে বরণ করে নিই। আমাদের উৎসবের কারণে যেন কোনো নিরীহ পশু-পাখির ক্ষতি না হয়। আসুন, সচেতনতা ও নিরাপত্তার সাথে নতুন বছরকে বরণ করে নিই।

একই বার্তা নিয়ে হাজির হলেন অভিনেত্রী তমা মির্জাও। অ্যানিমেল রিসোর্স বাংলাদেশের একটি পোস্ট শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আসছে নতুন বছর। উৎসবের অতিরিক্ত আয়োজন না হোক কারও ক্ষতির কারণ!

নতুন বছরের শুভেচ্ছা দিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, বছরের শেষ অনুরোধ…। নতুন বছর বরণ করার জন্য পটকা আর আতশবাজী ফুটাবেন না প্লিজ। বয়স্ক মানুষ , মৃত্যুপথযাত্রী, হার্টের রোগী, শিশু, পথের কুকুর আর নাম না জানা পাখিদের এই অনাকাঙ্ক্ষিত শব্দে জীবন চলে যেতে পারে। সবাই ভালো থাকুন। শুভ নববর্ষ ২০২৪।

‘আদিম’ সিনেমার নির্মাতা যুবরাজ শামীম তাঁর পোস্টে লিখেছেন, আতশবাজি নিয়ে বেশ কয়েকটা পোস্ট পরপর আমার সামনে আসলো। এরআগে প্রিয় জয়া আহসানের একটি ভিডিও বার্তা দেখলাম। আর প্রতিবারই আমার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র কথা মনে পরছে। আমি অন্য জায়গার কথা জানিনা, তবে টঙ্গী আমার কাছে বসবাসের একদম অযোগ্য মনে হয়। বারবার পালাতে ইচ্ছে করে এখান থেকে। সামান্য উপলক্ষে রাতভর মানুষের উচ্চস্বরে গান আর আতশবাজির ঘটনা খুব স্বাভাবিক হয়ে পরছে এখানে। হয়তো এই চিত্র পুরো বাংলাদেশের।

তিনি আরও লিখেছেন, আচ্ছা স্থানীয় জনপ্রতিনিধিরা এর সমাধানের জন্য কোন কাজ করতে পারেন? এক পুলিশ অফিসারের সঙ্গে কথা বললে উনি জানালেন এসবে কোন সুনির্দিষ্ট আইন নাই, ভালো হয় আপনি জেলা প্রশাসকের কাছ থেকে এসবে নিষেধাজ্ঞা নিয়ে আসলেন। তখন আমরা সহজে অ্যাকশনে যেতে পারি।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বর্ষবরণে আতশবাজি, পটকা বা ফানুশ উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করলেন তারকারা

প্রকাশের সময় : ০৮:৪১:০৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

বিনোদন ডেস্ক : 

আনন্দ-বেদনা, সাফল্য-ব্যর্থতা, আশা-নিরাশা, প্রাপ্তি-প্রবঞ্চনার হিসাব-নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানানোর অপেক্ষায় সবাই। নতুন বছর শুরুর আগেই শুভেচ্ছা ও বিশেষ বার্তা নিয়ে হাজির হচ্ছেন তারকারা। নতুন বছরের শুভেচ্ছার পাশাপাশি সতর্কতা অবলম্বন করার বার্তাও দিচ্ছেন তাঁরা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্ত ও অনুরাগীদের আতশবাজি বা পটকা, ফানুশ উড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন বেশ কয়েকজন তারকা।

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এক ভিডিও বার্তায় বলেন ,নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়।

যারা থার্টিফার্স্ট উদযাপন করতে আতশবাজি বা ফানুশ ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।

জীবের প্রতি এই অভিনেত্রীর প্রেম-ভালোবাসার কথা প্রায় সবাই জানেন।

ভিডিও বার্তায় সবার উদ্দেশে জয়া বলেন, রাতের বেলা গাছে ঘুমিয়ে থাকা পাখিরা আতশবাজির বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা যায়। রাস্তায় ঘুমানো যে পথকুকুর বা বিড়াল; এমনকি আশপাশে যে অসংখ্য বন্যপ্রাণী- প্রচণ্ড ভয়ে তারা ছুটোছুটি করে, অনেকেই মারা যায়।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এক পোস্টে লিখেছেন, ‘নতুন বছরটা আতশবাজি না ফুটিয়ে, ফানুস না উড়িয়ে বরণ করে নিই। আমাদের উৎসবের কারণে যেন কোনো নিরীহ পশু-পাখির ক্ষতি না হয়। আসুন, সচেতনতা ও নিরাপত্তার সাথে নতুন বছরকে বরণ করে নিই।

একই বার্তা নিয়ে হাজির হলেন অভিনেত্রী তমা মির্জাও। অ্যানিমেল রিসোর্স বাংলাদেশের একটি পোস্ট শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘আসছে নতুন বছর। উৎসবের অতিরিক্ত আয়োজন না হোক কারও ক্ষতির কারণ!

নতুন বছরের শুভেচ্ছা দিয়ে নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী বলেছেন, বছরের শেষ অনুরোধ…। নতুন বছর বরণ করার জন্য পটকা আর আতশবাজী ফুটাবেন না প্লিজ। বয়স্ক মানুষ , মৃত্যুপথযাত্রী, হার্টের রোগী, শিশু, পথের কুকুর আর নাম না জানা পাখিদের এই অনাকাঙ্ক্ষিত শব্দে জীবন চলে যেতে পারে। সবাই ভালো থাকুন। শুভ নববর্ষ ২০২৪।

‘আদিম’ সিনেমার নির্মাতা যুবরাজ শামীম তাঁর পোস্টে লিখেছেন, আতশবাজি নিয়ে বেশ কয়েকটা পোস্ট পরপর আমার সামনে আসলো। এরআগে প্রিয় জয়া আহসানের একটি ভিডিও বার্তা দেখলাম। আর প্রতিবারই আমার ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র কথা মনে পরছে। আমি অন্য জায়গার কথা জানিনা, তবে টঙ্গী আমার কাছে বসবাসের একদম অযোগ্য মনে হয়। বারবার পালাতে ইচ্ছে করে এখান থেকে। সামান্য উপলক্ষে রাতভর মানুষের উচ্চস্বরে গান আর আতশবাজির ঘটনা খুব স্বাভাবিক হয়ে পরছে এখানে। হয়তো এই চিত্র পুরো বাংলাদেশের।

তিনি আরও লিখেছেন, আচ্ছা স্থানীয় জনপ্রতিনিধিরা এর সমাধানের জন্য কোন কাজ করতে পারেন? এক পুলিশ অফিসারের সঙ্গে কথা বললে উনি জানালেন এসবে কোন সুনির্দিষ্ট আইন নাই, ভালো হয় আপনি জেলা প্রশাসকের কাছ থেকে এসবে নিষেধাজ্ঞা নিয়ে আসলেন। তখন আমরা সহজে অ্যাকশনে যেতে পারি।