টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও জাতীয়-আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলায় ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভারই যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশে বর্তমানে যে অস্থিরতা বিরাজ করছে, তা জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এ অভ্যন্তরীণ সংকটের পাশাপাশি, দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে নানা ষড়যন্ত্র চলছে। এ সংকট ও ষড়যন্ত্র নিরসনে জন্য একটি দ্রুত ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। কেবলমাত্র একটি নির্বাচিত সরকারই এ সংকট সমাধান করতে পারে।
পিন্টু বলেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া জরুরি। দেশের তৃণমূল পর্যায়েও যে অস্থিরতা চলছে তা নিরসনের জন্য একটি শক্তিশালী, জনগণের প্রতিনিধিত্বশীল সরকার অপরিহার্য। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জনগণের বর্তমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। একইসঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবিলায় একটি নির্বাচিত সরকারই কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যেহেতু সরকার নির্বাচনের জন্য একটি সময় ঘোষণা করেছে। তারা যেন দ্রুত একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ করে। সেই রোডম্যাপ অনুযায়ী নির্বাচন কমিশনকে সক্রিয় করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা হোক।’
১৭ বছরের কারাবন্দি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের জন্য কাজ করেছিলেন। তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। কিন্তু তাঁর আদর্শ আজও বেঁচে আছে, বলেই বাংলাদেশও টিকে আছে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমাদের এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, অলোয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুল ইসলাম হাসান, সাবেক ইউপি চেয়ারম্যান নূরুল আমিন নান্নু প্রমুখ।