Dhaka মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ, ৩ মরদেহ উদ্ধার

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর কালীবাড়ি রোডের বাসভবনে এ ঘটনা ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. ফারুক হোসেন জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কয়েকশ দুর্বৃত্ত ওই বাড়ির চারপাশে ঘিরে হামলা চালিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় সাদিক আবদুল্লাহ ওই বাড়িতেই অবস্থান করছিলেন। ওই সময় বাড়ি থেকে সাদিক আবদুল্লাহসহ তার অনুসারীরা বের হতে পেরেছেন বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ আগেও বাড়ির দ্বিতলার বারান্দায় তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাদিক নিরাপদে বাড়ি ছেড়েছেন কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া সিটি করপোরেশনের এনএক্স ভবন কার্যালয়, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় শাহান আরা বেগম পার্ক, বরিশাল ক্লাব, সার্কিট হাউসসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের রাজনৈতিক অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বরিশাল প্রেসক্লাব ভাঙচুর করা হয়েছে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

বরিশালের সাবেক মেয়র সাদিকের বাসায় অগ্নিসংযোগ, ৩ মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ১১:০৫:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় নগরীর কালীবাড়ি রোডের বাসভবনে এ ঘটনা ঘটে।

বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. ফারুক হোসেন জানান, অগ্নিসংযোগের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার করা মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে কয়েকশ দুর্বৃত্ত ওই বাড়ির চারপাশে ঘিরে হামলা চালিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে। এ সময় সাদিক আবদুল্লাহ ওই বাড়িতেই অবস্থান করছিলেন। ওই সময় বাড়ি থেকে সাদিক আবদুল্লাহসহ তার অনুসারীরা বের হতে পেরেছেন বলে নিশ্চিত করেন প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিক্ষুব্ধরা ওই বাড়িতে আগুন দেওয়ার কিছুক্ষণ আগেও বাড়ির দ্বিতলার বারান্দায় তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সাদিক নিরাপদে বাড়ি ছেড়েছেন কি না তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া সিটি করপোরেশনের এনএক্স ভবন কার্যালয়, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় শাহান আরা বেগম পার্ক, বরিশাল ক্লাব, সার্কিট হাউসসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের রাজনৈতিক অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান এবং বরিশাল প্রেসক্লাব ভাঙচুর করা হয়েছে।