বরিশাল জেলা প্রতিনিধি :
ভোটের দিন ঘিরে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে বরিশালে ঝটিকা মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে নগরের বগুরা রোডে মহানগর বিএনপির উদ্যোগে মিছিল বের করা হয়।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার জিয়া জানান, ভোট বর্জনের দাবিতে ৬ ও ৭ জানুয়ারির হরতাল সফল করতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বগুড়া রোড খামারবাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। এসময় পুলিশ ধাওয়া দিয়ে তকদিরুল ইসলাম তন্ময় (২৩) ও আনিসুর রহমান নয়ন (৪৫) নামে দুজনকে আটক করে।
অপরদিকে বৃহস্পতিবার রাতে নগরীর বৈদ্যপাড়া এলাকায় ঝটিকা মিছিল বের করার সময় জুম্মান (৩৭), নুরুন্নবী (৪৫) ও সোহেল হাওলাদার (৩৫) নামের তিন বিএনপির নেতাকর্মীকে আটক করেছে।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আমানুল্লাহ আল বারী জানান, আটক পাঁচজনের বিরুদ্ধে বেআইনি জনতায় নৈরাজ্য সৃষ্টির জন্য সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন সৃষ্টি, জানমালের ক্ষতি সাধন ও জনমনে আতঙ্ক সৃষ্টি এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে পূর্বে মামলা রয়েছে।