Dhaka শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে দুই বাসের সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ২৫

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশালের গৌরনদীতে গুনগুন পরিবহন ও যাতায়াত পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মইদুল আলম।

স্টেশন অফিসার মইদুল আলম বলেন, যাতায়াত পরিবহণ ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল। একই সময়ে বরিশাল থেকে যাচ্ছিলো গুণগুণ পরিবহণের একটি বাস। গৌরনদী অতিক্রমকালে দুই পরিবহণের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সংঘর্ষের পর বাস দুটি সড়কে পরে থাকায় যান তা পাশে অপসারণ করা হয়েছে। দুর্ঘটনায় এক নারী নিহত ও আহতদের মধ্যে ১৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত নারী যাত্রীর সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় খবর

আবহাওয়া

চলতি বর্ষা যশোরের বিভিন্ন সড়ক-মহাসড়ক চলাচলের অযোগ্য, দুর্ভোগে পথচারীরা

বরিশালে দুই বাসের সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ২৫

প্রকাশের সময় : ০৩:৫৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩

বরিশাল জেলা প্রতিনিধি : 

বরিশালের গৌরনদীতে গুনগুন পরিবহন ও যাতায়াত পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দেলোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ সময় অন্তত আরও ২৫ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বার্থী মন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মইদুল আলম।

স্টেশন অফিসার মইদুল আলম বলেন, যাতায়াত পরিবহণ ঢাকা থেকে বরিশালের দিকে আসছিল। একই সময়ে বরিশাল থেকে যাচ্ছিলো গুণগুণ পরিবহণের একটি বাস। গৌরনদী অতিক্রমকালে দুই পরিবহণের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। সংঘর্ষের পর বাস দুটি সড়কে পরে থাকায় যান তা পাশে অপসারণ করা হয়েছে। দুর্ঘটনায় এক নারী নিহত ও আহতদের মধ্যে ১৫ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত নারী যাত্রীর সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় জানা গেছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে গৌরনদী থানায় পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তমাল জানান, দুর্ঘটনা কবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।