বরিশাল জেলা প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী জনসভার উদ্দেশে বরিশালে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যেই পবিত্র কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে শুরু হয়েছে আওয়ামী লীগের এই জনসভা।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় এ জনসভা শুরু হয়।
এরই মধ্যে নির্বাচনী জনসভায় যোগ দিতে বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকেল ৩টায় ভাষণ দেবেন তিনি।
এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখন উৎসব আর মিছিলের নগরীতে পরিণত হয়েছে বরিশাল। দীর্ঘ পাঁচ বছর পর প্রধানমন্ত্রীর সফর ঘিরে বরিশাল মহানগরসহ দক্ষিণাঞ্চলের সব জেলার নেতাকর্মীর মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। লঞ্চ-বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এসে ভিড় করছেন। এদিন বিকেলে জনসভায় বক্তব্য দেবেন সরকারপ্রধান।
স্থানীয় নেতারা জানান, দলের সভাপতি তার বক্তব্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন। এই জনসভা জনসমুদ্রে পরিণত ও এটি বরিশালের ইতিহাসে বৃহত্তম সমাবেশ হবে বলে আশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানস্থলে এরই মধ্যে বিশাল আকারের মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
অন্যদিকে শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যদিও ১ সপ্তাহ আগে থেকেই বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনী নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে নজরদারি চালিয়ে যাচ্ছে। এছাড়া বরিশাল থেকে বিকেলে গোপালগঞ্জ যাবেন প্রধানমন্ত্রী। শনিবার সন্ধ্যায় ঢাকা ফেরার কথা রয়েছে তার।